এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    জীবননগর সীমান্ত দিয়ে ৫৪ জনকে পুশইন করলো বিএসএফ

    সালাউদ্দীন কাজল, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি প্রকাশ: ২৬ মে ২০২৫, ০৫:৩৪ এএম
    সালাউদ্দীন কাজল, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি প্রকাশ: ২৬ মে ২০২৫, ০৫:৩৪ এএম

    জীবননগর সীমান্ত দিয়ে ৫৪ জনকে পুশইন করলো বিএসএফ

    সালাউদ্দীন কাজল, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি প্রকাশ: ২৬ মে ২০২৫, ০৫:৩৪ এএম

    চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিহরনগর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দু' দফায় ৫৪ জন বাংলাদেশিকে পুশইন করেছে। এদের মধ্যে পুরুষ ১১ জন, নারী ১৯ জন এবং শিশু রয়েছে ২৪ জন।

    রবিবার (২৫ মে) ভোর রাতে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদেরকে পুশইন করে। দেশে প্রবেশের পর তাদেরকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    রবিবার রাত ১০ টার সময় মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জীবননগর উপজেলার হরিহরনগর সীমান্তের মেইন পিলার ৬১ নং এবং সাব পিলার ২ নং হতে ৪শ' গজ বাংলাদেশের অভ্যন্তরে নবদুর্গাপুর মাঠের মধ্যে থেকে ভারত হতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে প্রথম দফায় ৪৫ জনকে আটক করে বিজিবি।আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ১৬ জন নারী এবং ২১ জন শিশু রয়েছে।

    আটককৃতরা হলেন- নড়াইল জেলার বেষ্টপুর গ্রামের মোশারফ হোসেনের মেয়ে রিয়া খাতুন (২২), রফিকুল ইসলামের ছেলে শাওন মল্লিক (১১), মৃত লাল মিয়ার মেয়ে ছকিনা খাতুন (৫৫), মিরাজুল ইসলামের ছেলে আহম্মেদ (১১ মাস), মোহাম্মদ (৫) ও রাব্বি গাজি (৮), মালেক হোসেনের ছেলে মনি (২৮), ইরাই গাজীর ছেলে শাহিন (১৩) ও কোরবান আলী (১৫), কেরামত শেখের মেয়ে শরিফা বেগম (৩২), আপন মল্লিকের ছেলে ইয়ামিন (৩), ইব্রাহীম মল্লিক (৪), গফফার শিকদারের মেয়ে নিকলা বেগম (৪৩), শরীফ হোসেনের ছেলে আপন মল্লিক (৫১), খুলনা জেলার কামার খোলা গ্রামের হাকিম শিকদারের ছেলে শাহজাহান শিকদার (২১), হাকিম শিকদারের মেয়ে মরিয়ম খাতুন (২০), আসমা খাতুন (১১), জামিলা শিকদার (৩), ছেলে সামির উল্লাহ (৬), শাহ পরান (৪) ও শাহিন আলম (১৭), স্ত্রী খুরশিদা বেগম (৪০), শামসুর রাহমানের ছেলে হাকিম শিকদার (৫৮), রফিকুল ইসলামের ছেলে রাকিব শেখ (৭), সিদ্দিকের মেয়ে পলি ইয়াসমিন (৩৪), কিশোরগঞ্জ জেলার সাতিরচর গ্রামের মুর্শিদ মিয়ার মেয়ে নুরনাহার (২২), ঝিনাইদহ জেলার দামদরপুর গ্রামের ইউনুস শেখের ছেলে আশরাফুল শেখ (১১), গিয়াস উদ্দিনের মেয়ে আবু গুরায়রা (১৩), আবুল কালামের মেয়ে নার্গিস বেগম (২৮), কেরামত শেখের মেয়ে কাকুলি বেগম (৩৯) এবং আজহারীর মেয়ে রিজিয়া বেগম (৫৮)।

    আটককৃতরা বিজিবির কাছে জানিয়েছেন, তারা ভারতের গুজরাট থেকে বাংলাদেশে প্রবেশের জন্য ২৪ মে বিকেল ৪ টার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে আটক হয়। পরে বিএসএফ ২৫ মে রাত আড়াইটার সময় সীমান্তের ৬২ নং মেইন পিলারের কাছে কাটাতারের গেট খুলে দিয়ে তাদেরকে জোরপূর্বক বাংলাদেশে পুশইন করে। এ সময় বিজিবির কুসুমপুর বিওপির হাবিলদার শিশির হালদারের নেতৃত্বে বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে।

    অপরদিকে রোববার ভোর সাড়ে ৪ টার সময় পৃথক আরেক অভিযানে জীবননগর উপজেলার হরিহরনগর সীমান্তের ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নবদুর্গাপুর মাঠের মধ্যে থেকে বেনীপুর ক্যাম্পের হাবিলদার রাশেদুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ৯ জনকে আটক করে।আটককৃতদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ৩ জন শিশু রয়েছে।

    আটককৃতরা হলেন- কুড়িগ্রাম জেলার তেলিপাড়া গ্রামের মজিবর আলীর ছেলে আইয়ুব আলী (৫০), মোফাজ উদ্দিনের মেয়ে মোরশেদা বেগম (৩৭), আইয়ুব আলীর মেয়ে আমেনা খাতুন (৭), ছেলে ইউসুপ আলী (২৬) ও জাকারিয়া হোসেন (২৮), মোস্তফা আলীর মেয়ে লাবনী আক্তার (২৬) ও কাজুলি খাতুন (২৪), ইউসুপ আলীর মেয়ে ইথি মনি (২) এবং জাকারিয়া হোসেনের মেয়ে জাহিদা (৩)।

    আটককৃতরা বিজিবির কাছে জানিয়েছেন, হরিয়ানা পুলিশ ২৪ মে রাতে জীবননগর উপজেলার সীমান্তবর্তী বিএসএফ ক্যাম্পের সামনে নিয়ে আসে। এর পর বিএসএফের উপস্থিতিতে সীমান্তের ৬২ নং পিলারের কাছের কাটাতারের গেট খুলে দিয়ে তাদেরকে বাংলাদেশে জোরপূর্বক পুশইন করে।অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তাদেরকে বিজিবি সদস্যরা আটক করে। রোববার রাতে আটককৃতদের জীবননগর পাইলট হাইস্কুলের হলরুমে পুলিশি প্রহরায় রাখা হয়েছে।

    আটককৃতদের মধ্যে নড়াইল জেলার কালিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের সুব্রত মল্লিকের ছেলে বাবুল মল্লিক জানান, তিনি ভারতের গুজরাটের আহমেদাবাদ ও হরিয়ানা শহরে দীর্ঘদিন ধরে পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছিলেন। সেখানে তাদের বাড়ি-ঘর রয়েছে। কয়েক দিন পূর্বে তাদের বাড়ি-ঘর ভেঙ্গে দেওয়া হলে তারা গৃহহীন হয়ে পড়েন। এ অবস্থায় পরিবারের সদস্যদের নিয়ে চলে আসেন এবং নোনাগঞ্জ বিএসএফ ক্যাম্পে আত্মসমার্পন করেন। বিএসএফ সদস্যরা রাত আড়াইটার দিকে গেট খুলে দিয়ে তাদেরকে বাংলাদেশে পুশইন করে।

    জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ৫৪ জনকে জীবননগর থানায় সোপর্দ করেছে বিজিবি।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…