এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    বিদেশ পাঠানোর কথা বলে টাকা নিয়ে উধাও, প্রতারক গ্রেফতার

    সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি প্রকাশ: ২৭ মে ২০২৫, ১২:৪২ এএম
    সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি প্রকাশ: ২৭ মে ২০২৫, ১২:৪২ এএম

    বিদেশ পাঠানোর কথা বলে টাকা নিয়ে উধাও, প্রতারক গ্রেফতার

    সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি প্রকাশ: ২৭ মে ২০২৫, ১২:৪২ এএম

    পিরোজপুরের ইন্দুরকানীতে বিদেশ পাঠানোর কথা বলে ৬ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগে দায়েরকৃত মামলায় কবির মাতুব্বর (৪৫) নামে এক ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    সোমবার (২৬ মে) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    গ্রেপ্তারকৃত কবির মাতুব্বরকে গত রবিবার (২৫ মে) রাতে উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের কালাইয়া গ্রাম থেকে পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেন। তিনি একই ইউনিয়নের কালাইয়া গ্রামের সামসুল হক মাতুব্বরের ছেলে।

    জানা গেছে, জেলা শহরের কৃষ্ণনগর মতিউর রহমান তালুকদারের ছেলে লিকসন তালুকদার (৫০) তার আত্মীয় রফিকুল ইসলামের মাধ্যমে তার দোকানে বসে অভিযুক্ত কবির মাতুব্বর ও তার ভাই জাকির মাতুব্বরের সাথে পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে জাকির মাতুব্বর ও কবির মাতুব্বর তাদের কাছে সৌদি আরবের ভিসা আছে বলে লিকসন তালুকদারকে জানান এবং তাকে বিদেশে নেওয়ার প্রস্তাব দিলে লিকসন তালুকদার বিদেশে যাওয়ার জন্য তাদের প্রস্তাবে রাজি হন।

    পরবর্তীতে ভিসা, বিমান ভাড়া ও মেডিকেলসহ অন্যান্য খরচ বাবদ লিকসন তালুকদারের আত্মীয় রফিকুল ইসলামকে সাক্ষী রেখে গত ২০২৩ সালের (২০ জুলাই) জাকির মাতুব্বর লিকসন তালুকদারের থেকে নগদ ৬ লাখ টাকা নিয়ে তার ভাই কবির মাতুব্বরের কাছে দেন। কিন্তু টাকা নেওয়ার এক মাসের মধ্যে ভিসা দেওয়ার কথা বললেও তারা কোনো প্রকার ভিসা না দেওয়ায় একই বছরের (০৬ অক্টোবর) অভিযুক্তদের নিকট টাকা ফেরত চাইলে তারা ভুক্তভোগী লিকসন তালুকদারকে টাকা না দিয়ে উল্টো মেরে ফেলার হুমকি দেন।

    পরে ভুক্তভোগী লিকসন তালুকদার বাদী হয়ে একই মাসের (১৬ অক্টোবর) পিরোজপুর আদালতে কবির ও জাকির মাতুব্বরের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করলে, তারা খবর পেয়ে দুই ভাই বিদেশে পালিয়ে যান। কিছুদিন আগে অভিযুক্ত কবির মাতুব্বর বিদেশ থেকে দেশে আসলে এ বছরের (২৩ মে) তার বিরুদ্ধে গ্রেফতারী ওয়ারেন্ট বের হয়।

    এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মারুফ হোসেন সাংবাদিকদের জানান, বিশেষ অভিযানে প্রতারণার মামলায় ওয়ারেন্টভুক্ত কবির মাতুব্বর নামে এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…