এইমাত্র
  • সদরপুরে প্রার্থীদের নিজ উদ্যোগে নির্বাচনী ব্যানার অপসারণ
  • শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ভোলায় জোয়ারের পানি বিপদসীমার উপরে, উৎকণ্ঠায় উপকূলবাসী

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২৯ মে ২০২৫, ০৪:৪৯ পিএম
    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২৯ মে ২০২৫, ০৪:৪৯ পিএম

    ভোলায় জোয়ারের পানি বিপদসীমার উপরে, উৎকণ্ঠায় উপকূলবাসী

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২৯ মে ২০২৫, ০৪:৪৯ পিএম

    ভোলায় জোয়ারের পানি বিপদসীমার উপরে, উৎকণ্ঠায় উপকূলবাসী

    মো. সবুজ, ভোলা: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। যাঁর প্রভাবে উপকূলীয় জেলা ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর জোয়ারের পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। ফলে তলিয়ে গেছে জেলার বেশ কিছু নিচু এলাকাসহ বেশ কয়েকটি গ্রাম। এছাড়াও টানা বৃষ্টিপাতে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে।

    বৃহস্পতিবার (২৯ মে) গেল ২৪ ঘণ্টায় জেলায় ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে ভোলা আবহাওয়া অফিস।

    এদিকে, তীব্র বাতাস আর উত্তাল মেঘনার জোয়ারের পানিতে হুমকিস্বরূপ রয়েছে জেলার বেশ কয়েকটি শহররক্ষা বাঁধ। বাঁধের দুর্বল অবস্থার জন্য ওইসব এলাকার বাসিন্দারা নিরাপদ থাকার জন্য তাদের পরিবারপরিজন ও গবাদিপশুসহ ছুটছেন আশ্রয় কেন্দ্রগুলোতে।

    সকাল থেকে ভারী বৃষ্টিপাত ও জোয়ারের পানিতে ভোলার সদর উপজেলার রাজাপুর, পশ্চিম ইলিশা, পূর্ব ইলিশা, কাঁচিয়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম ও মনপুরা উপজেলার চরকুকরি-মুকরি, ঢালচর, চরপাতিলা এবং তজুমুদ্দিন উপজেলার চর জহিরউদ্দিনের বেশ কিছু এলাকা পানিতে প্লাবিত হয়েছে।

    এছাড়াও সকাল থেকে জেলার ৫টি নৌ-রুটে লঞ্চ ও ২টি রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। জেলেরা তাদের মাছ ধরার নৌকা ও ট্রলার নিয়ে নিরাপদে চলে এসেছেন।

    এদিকে, সকাল থেকে দুর্গমঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসার জন্য কোস্টগার্ড, নৌ-পুলিশসহ জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকটি আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

    ভোলার জেলা প্রশাসক (ডিসি) মো. আজাদ জাহান জানান, ঘূর্ণিঝড়কে ঘিরে ভোলায় সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলায় পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র, খাদ্যসামগ্রী, মেডিকেল টিম এবং স্বেচ্ছাসেবীদের প্রস্তুত রাখা হয়েছে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…