এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    সিরাজগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২ জুন ২০২৫, ১০:১৯ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২ জুন ২০২৫, ১০:১৯ এএম

    সিরাজগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২ জুন ২০২৫, ১০:১৯ এএম
    প্রতীকী ছবি

    সিরাজগঞ্জের তাড়াশের সাস্তান গ্রামে বজ্রপাত কেড়ে নিলো প্রশান্ত (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রের প্রাণ।

    রবিবার (০১ জুন) বিকেলে মেঘলা আকাশ আর হালকা বৃষ্টির মাঝে ধানখেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে মারা যায় সে।

    পরিবার সূত্রে জানা গেছে, সেদিন বিকেলে বাবা-মায়ের সঙ্গে ধান বহনে সহায়তা করতে বাড়ির পাশের মাঠে গিয়েছিল প্রশান্ত। হঠাৎ আকাশে বিকট শব্দে গর্জে ওঠে বজ্রপাত এবং মুহূর্তেই বাজ পড়ে তার শরীরে। স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা জানান, পথেই তার মৃত্যু হয়।

    একমাত্র ছেলেকে হারিয়ে শোকে নিস্তব্ধ প্রশান্তের পরিবার। মা বারবার মূর্ছা যাচ্ছেন, বাবার মুখে কোনো কথা নেই। প্রতিবেশীরা জানান, প্রশান্ত ছিল ভদ্র, মেধাবী ও শান্ত স্বভাবের ছেলে। গ্রামের মানুষজনের প্রিয় মুখ ছিল সে।

    প্রশান্তের বিদ্যালয়েও বইছে শোকের বাতাস। তার সহপাঠীরা কেউই বিশ্বাস করতে পারছে না, তাদের বন্ধু আর কখনো স্কুলে আসবে না। শিক্ষকরা জানিয়েছেন, প্রশান্ত ছিল নিয়মিত, মনোযোগী ও সম্ভাবনাময় ছাত্র। তার এই অকাল মৃত্যুতে তারা চরমভাবে মর্মাহত।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, এমন একটি প্রতিভাবান শিক্ষার্থীকে হারানো অত্যন্ত বেদনাদায়ক। তিনি বলেন, এই ক্ষতি কখনোই পূরণ হওয়ার নয়।

    তাড়াশ উপজেলা প্রশাসন নিহত ছাত্রের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, পরিবারটির পাশে দাঁড়াতে প্রাথমিক সহায়তার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকেও সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…