এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রে ‘বিপজ্জনক জীবাণু’ পাচারের অভিযোগে ২ চীনা নাগরিক গ্রেপ্তার

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ জুন ২০২৫, ০১:১২ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ জুন ২০২৫, ০১:১২ পিএম

    যুক্তরাষ্ট্রে ‘বিপজ্জনক জীবাণু’ পাচারের অভিযোগে ২ চীনা নাগরিক গ্রেপ্তার

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ জুন ২০২৫, ০১:১২ পিএম
    ছবি: সংগৃহীত

    যুক্তরাষ্ট্রের মিশিগানের ‘বিপজ্জনক জীবাণু’ পাচারের অভিযোগে দুই চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতার দু’জন হলেন ৩৩ বছর বয়সী ইউনকিং জিয়ান ও ৩৪ বছর বয়সী জুনিয়ং লিউ। তাদের বিরুদ্ধে ক্ষতিকারক ছত্রাক পাচারের অভিযোগ এনেছে প্রশাসন।

    তাদের বিরুদ্ধে ক্ষতিকর জীবাণু আমদানির পাশাপাশি ষড়যন্ত্র, মিথ্যা তথ্য প্রদান এবং ভিসা সংক্রান্ত জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।

    বিবিসি এক প্রতিবেদনে বলা হয়েছে, জিয়ান ছিলেন মিশিগান বিশ্ববিদ্যালয়ের সাবেক কর্মী, আর তার সঙ্গী লিউ চীনের একটি বিশ্ববিদ্যালয়ে গবেষণার সঙ্গে যুক্ত। মার্কিন তদন্ত সংস্থা এফবিআই, কাস্টমস এবং সীমান্ত নিরাপত্তা বিভাগ যৌথভাবে এই ঘটনা তদন্ত করছে।

    মার্কিন প্রসিকিউটর জেরোম এফ. গর্গন জুনিয়র এক বিবৃতিতে জানান, অভিযুক্তদের মধ্যে একজনের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির সরাসরি সম্পৃক্ততার তথ্য রয়েছে, যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগজনক।

    প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তরা ফুসারিয়াম গ্রামিনিয়ারাম নামক একটি ছত্রাক যুক্তরাষ্ট্রে নিয়ে আসার চেষ্টা করেন। এই ছত্রাকটি গম, ভুট্টা, ধান এবং বার্লির জন্য মারাত্মক ক্ষতিকর এবং প্রতি বছর বিশ্বব্যাপী কৃষি খাতে বিপুল অর্থনৈতিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ছত্রাকটির বিষাক্ত উপাদান মানুষ ও পশুর শরীরে বমি, লিভার ক্ষতি এবং প্রজনন সমস্যার সৃষ্টি করতে পারে।

    অভিযোগে আরও বলা হয়েছে, চীনা সরকার এই জীবাণু নিয়ে গবেষণার জন্য জিয়ানকে আর্থিক সহায়তা দিয়েছিল, এবং তার সঙ্গী লিউও চীনের একটি বিশ্ববিদ্যালয়ে একই ধরনের গবেষণায় যুক্ত ছিলেন। তারা যুক্তরাষ্ট্রে গবেষণার আড়ালে মিশিগান বিশ্ববিদ্যালয়ের একটি পরীক্ষাগার ব্যবহার করে এসব ক্ষতিকর জীবাণু ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিলেন বলেও ধারণা করছে কর্তৃপক্ষ।

    প্রসঙ্গত, গত সপ্তাহে মিশিগান বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আরেক চীনা নাগরিকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে অবৈধভাবে ভোট দেওয়ার অভিযোগ আনা হয়েছিল।

    সূত্র: বিবিসি

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…