এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৫ জুন ২০২৫, ০৫:১১ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৫ জুন ২০২৫, ০৫:১১ পিএম

    বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৫ জুন ২০২৫, ০৫:১১ পিএম
    ছবি: সংগৃহীত

    লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছায়ের ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল।

    শুক্রবার (৬ জুন) বাংলাদেশ সময় ভোরে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এই ম্যাচের মধ্য দিয়ে অভিষেক হবে আন্তর্জাতিক ফুটবলে কার্লো আনচেলত্তির কোচিং ক্যারিয়ারের।

    একই দিনে ভিন্ন ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনাও। বাংলাদেশ সময় শুকবার (০৬ জুন) সকাল ৭টায় শুরু হবে এ ম্যাচ।

    এর আগে নানা নাটকীয়তার পর স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিল দলে যোগ দেন কার্লো আনচেলত্তি। মূলত দলটির টানা ব্যর্থতা থেকে উত্তরণের জন্যই তাকে বেছে নিয়েছে দেশটির ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সিবিএফ।

    ৬ জুন বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে কোচিংয়ের অভিষেক হতে যাচ্ছে আনচেলত্তির। কোচ হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই তাকে ঘিরে স্বপ্ন বুনতে শুরু করেছেন ব্রাজিলিয়ানরা। তাদের অনেকেরই বিশ্বাস, আনচেলত্তিই পারবেন ব্রাজিলের হারানো গৌরব ফিরিয়ে আনতে।

    দায়িত্ব নেওয়ার পরই ব্রাজিল দলকে ঢেলে সাজাচ্ছেন কার্লো। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচকে সামনে রেখে তার ঘোষিত ২৬ সদস্যের স্কোয়াডে তার প্রতিফলন দেখা গিয়েছে। তার এই দলে জায়গা হয়নি ব্রাজিল ফুটবলের ‘পোস্টার বয়’ নেইমারের। তাছাড়া দলে জায়গা হারিয়েছেন রদ্রিগোর মতো তারকাও। যদিও শোনা যাচ্ছে, চোটের কারণেই তাকে দলে রাখেননি কার্লো।

    দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের টেবিলে বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে ব্রাজিল। আনচেলত্তির কোচিংয়ে ব্রাজিল কেমন খেলে, সেটিই এখন বড় প্রশ্ন।

    এদিকে একই দিনে চিলির বিপক্ষে আতিথেয়তা নেবে আর্জেন্টিনা। এ ম্যাচে দীর্ঘ ৭ মাস পর শুরুর একাদশে দেখা যেতে পারে লিওনেল মেসিকে। এর আগে গত মার্চে ফিফা উইন্ডোতে ইনজুরির কারণে দলে ছিলেন না ৮ বারের ব্যালন-ড’র জয়ী এই তারকা।

    তবে চিলির বিপক্ষে বেশ ম্যাচে খুব একটা স্বস্তিতে নেই আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। চোট ও নিষেধাজ্ঞার কারণে নিয়মিত খেলোয়াড়দের ছয় জনকে চিলির বিপক্ষে পাবেন না স্কালোনি। দলে আছেন তিন নতুন মুখ। আগেই বিশ্বকাপের টিকেট নিশ্চিত হয়ে যাওয়ায় নতুন কিংবা অন্যদের সুযোগ দিতে পারেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ। ১৪ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে টেবিল টপার স্কালোনি শিষ্যরা।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…