ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার সাম্প্রতিক এক বিমানঘাঁটিতে ইউক্রেনের চালানো চমকপ্রদ ড্রোন হামলায় ব্যবহৃত ট্রাকগুলোর চালকরা পুরো ঘটনা সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞাত ছিলেন। তারা শুধুমাত্র দায়িত্ব পালন করছিলেন, কিন্তু অভিযানের প্রকৃত উদ্দেশ্য জানতেন না।
এক বিশেষ সাক্ষাৎকারে মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এবিসি নিউজকে জেলেনস্কি বলেন, ‘তারা কিছুই জানত না, কেবল তাদের কাজটাই করেছে।’
ইউক্রেনের সামরিক সূত্রের তথ্য অনুযায়ী, হামলায় ব্যবহৃত ড্রোনগুলো ভ্রাম্যমাণ কনটেইনার-আকৃতির ঘরের ভেতরে রাখা ছিল, যা ট্রাকের ওপরে স্থাপন করা হয়েছিল। এসব ঘরের ছাদ এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে দূর থেকে নিয়ন্ত্রিতভাবে খুলে ফেলা যায়। ছাদ খোলার পর ঘর থেকেই ড্রোনগুলো উৎক্ষেপণ করে হামলা চালানো হয়।
প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, এই পুরো অপারেশনে ইউক্রেনের নিজস্ব প্রযুক্তি ও অস্ত্র ব্যবহৃত হয়েছে। এতে কোনো আন্তর্জাতিক মিত্রের সহায়তা নেওয়া হয়নি। তার কথায়, ‘আমি বিষয়টি স্বচ্ছভাবে তুলে ধরতে চেয়েছি— এটি একান্তভাবেই আমাদের পরিকল্পনা ও বাস্তবায়ন।’
ইউক্রেন দাবি করেছে, এই হামলায় রাশিয়ার অন্তত ৪০টি কৌশলগত বোমারু বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে, যা তাদের গোটা বিমানবহরের প্রায় এক-তৃতীয়াংশ।
জেলেনস্কি আরও বলেন, এই ধরনের সফল অভিযানের মধ্য দিয়ে ইউক্রেনের কৌশলগত দক্ষতা ও সাহসিকতা উভয়ই ফুটে উঠেছে। একই সঙ্গে তিনি জানান, সাধারণ রুশ নাগরিকদের নিরাপত্তার বিষয়টিও তারা বিবেচনায় রাখছেন।
আরডি