এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    ঈদের খুশি এবং মাঠের দায়িত্ব একসঙ্গে সামলাচ্ছে ফুটবলাররা

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৭ জুন ২০২৫, ১১:১৪ এএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৭ জুন ২০২৫, ১১:১৪ এএম

    ঈদের খুশি এবং মাঠের দায়িত্ব একসঙ্গে সামলাচ্ছে ফুটবলাররা

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৭ জুন ২০২৫, ১১:১৪ এএম

    আগামী ১০ জুন ঢাকায় এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে চলছে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প। ঈদের দিনেও খেলোয়াড়রা দেশের প্রতিনিধিত্বের দায়িত্ব থেকে বিরতি নেননি।

    জাতীয় দলের সদস্যরা ঈদের সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে কাছাকাছি একটি মসজিদে গিয়ে ঈদের নামাজ আদায় করেন। জামাল ভূঁইয়া, হামজা চৌধুরীসহ অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে ঈদের নামাজে ছিলেন বাফুফের নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ, সাখাওয়াত হোসেন ভুঁইয়া শাহীন ও ইকবাল হোসেন।

    নামাজ শেষে স্থানীয় মুসল্লিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন খেলোয়াড়রা। এরপর হোটেলে ফিরে নিজেরা পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা জানান।

    খেলোয়াড়দের সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সংক্ষিপ্ত ছুটি দেওয়া হয়েছে। ঢাকায় যাদের পরিবার আছে, তারা এই সময়টুকু পরিবারের সঙ্গে কাটানোর সুযোগ পেয়েছেন। অন্যরা প্রয়োজন অনুসারে বাইরে যাওয়ার অনুমতি পেয়েছেন। তবে বিকেল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত জাতীয় স্টেডিয়ামে অনুশীলন নির্ধারিত রয়েছে, যেখানে হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার অধীনে চলবে অনুশীলন।

    পুরুষ দলের পাশাপাশি নারী জাতীয় দলও এশিয়ান কাপের প্রস্তুতিতে ব্যস্ত। জুনের তৃতীয় সপ্তাহে মিয়ানমারে অনুষ্ঠেয় বাছাই পর্বকে সামনে রেখে জর্ডানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে দেশে ফিরেছে আফিদা খাতুনরা। দলটি গতকাল রাতে তিন ধাপে দেশে পৌঁছেছে। ঈদের দুদিন পর থেকেই আবার শুরু হবে প্রস্তুতি। কেউ কেউ সংক্ষিপ্ত ছুটিতে বাড়ি গেলেও অনেক খেলোয়াড় ক্যাম্পেই ঈদ উদযাপন করছেন। তাদের জন্যও বাফুফের পক্ষ থেকে ঈদ উপহার দেওয়া হয়েছে।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…