এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ঈদের চারদিন পর ছিল মেয়ের বিয়ে, আগুনে সব হারিয়ে নিঃস্ব অটোরিকশা চালক

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৭ জুন ২০২৫, ১০:৩০ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৭ জুন ২০২৫, ১০:৩০ পিএম

    ঈদের চারদিন পর ছিল মেয়ের বিয়ে, আগুনে সব হারিয়ে নিঃস্ব অটোরিকশা চালক

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৭ জুন ২০২৫, ১০:৩০ পিএম

    কোরবানির ঈদের আনন্দের রেশ তখনো কাটেনি। ঈদের চার দিন পর ছিল অটোরিকশা চালক জানে আলমের একমাত্র মেয়ের বিয়ের দিন। মেয়ের বিয়ের স্বপ্নে বিভোর বাবা শেষ মুহূর্তের কেনাকাটা ও প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। আত্মীয়স্বজনের কাছ থেকে ধারদেনা করে তিলতিল করে গড়ে তুলেছিলেন আয়োজন। কিন্তু সেই স্বপ্ন, সেই প্রস্তুতি—সব পুড়ে ছাই হয়ে গেল এক ঝলকে আগুনে।

    শনিবার (৭ই জুন) ভোর সাড়ে চারটার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া গ্রামে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় জানে আলমের সবকিছু। আগুনের তাপ আর ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসছিল—কোনোভাবে পরিবারের সদস্যদের নিয়ে বের হতে পারলেও বাঁচাতে পারেননি কষ্টে জমানো টাকাপয়সা, গয়নাগাটি কিংবা মেয়ের বিয়ের সাজসরঞ্জাম।

    আগুনে দগ্ধ হয়েছেন জানে আলম নিজে এবং তার মেয়ে নাসরিন আক্তার। সেই মেয়েই, যার বিয়ের গায়ে হলুদের গান শোনার কথা ছিল আজ কিংবা কাল, সে আজ শুয়ে আছে নিঃসঙ্গ আর পোড়া শরীর নিয়ে।

    কান্না চেপে রেখে জানে আলম বলেন, ‘ঈদ করতে পারিনি ঠিকঠাক, সবটুকু মন দিয়ে মেয়ের বিয়ের প্রস্তুতি নিচ্ছিলাম। ধারদেনা করে সব কিনেছি। এখন কিছুই রইল না। আগুন আমার সবকিছু কেড়ে নিয়েছে।’

    প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের চুলা থেকেই আগুনের সূত্রপাত।

    স্থানীয় ইউপি সদস্য মো. রফিক বলেন, ‘ভোরে আগুন লাগার খবর পেয়ে এলাকাবাসী দৌড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও তখন পর্যন্ত জানে আলমের ঘরের কিছুই অবশিষ্ট ছিল না। চোখের সামনে তার সব শেষ হয়ে গেছে।’

    এদিকে আনোয়ারা ফায়ার স্টেশনের সাব অফিসার মো. ইউসুফ সময়ের কন্ঠস্বরকে বলেন, খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘরটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…