এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    ১১ জুন মুক্তি পেতে পারেন ইমরান খান

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৮ জুন ২০২৫, ১১:৩৭ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৮ জুন ২০২৫, ১১:৩৭ পিএম

    ১১ জুন মুক্তি পেতে পারেন ইমরান খান

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৮ জুন ২০২৫, ১১:৩৭ পিএম
    সংগৃহীত ছবি

    পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আগামী ১১ জুন মুক্তি পেতে পারেন বলে জানিয়েছে তার দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ওইদিন ইসলামাবাদ হাইকোর্টে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলার দণ্ড বাতিল ও জামিন সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হবে। একইদিনে এই মামলায় ইমরানের স্ত্রী বুশরা বিবির আপিল শুনানিও হওয়ার কথা রয়েছে।

    পিটিআইয়ের শীর্ষস্থানীয় নেতা গওহর আলী খান জানান, ১১ জুন ইমরান খান ও বুশরা বিবির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। যদিও তিনি বিস্তারিত কিছু জানাননি, তবে ধারণা করা হচ্ছে, ওইদিন তাদের জামিন অথবা দণ্ড বাতিলের সম্ভাবনা রয়েছে।

    এর আগে পাকিস্তানের হাইকোর্ট শুনানির তারিখ পেছিয়ে ১১ জুন নির্ধারণ করে। মামলার তদন্তকারী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (ন্যাব) যুক্তিতর্ক প্রস্তুতের জন্য অতিরিক্ত সময় চাওয়ায় আদালত এ সিদ্ধান্ত নেয়।

    এদিকে, ইমরান খানের সম্ভাব্য মুক্তিকে ঘিরে পিটিআই ইতোমধ্যে রাজনৈতিক কর্মকৌশল ঠিক করছে। গওহর আলী খান জানান, পিটিআই বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুক্ত হয়ে একটি নতুন গণআন্দোলন শুরু করবে, যার নেতৃত্ব দেবেন ইমরান খান নিজেই।

    এছাড়া খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর জানিয়েছেন, ঈদুল আজহার পর ইমরান খানের মুক্তির দাবিতে দেশব্যাপী আন্দোলন শুরু করবে পিটিআই।

    প্রসংঙ্গত, অনাস্থা ভোটের মাধ্যমে ২০২২ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইমরান খানের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। এসব মামলার মধ্যে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলাকে সবচেয়ে গুরুতর হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই মামলায় ইমরানের বিরুদ্ধে কয়েকশ মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ রয়েছে, যদিও তিনি তা বরাবরই অস্বীকার করে আসছেন।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…