এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    কক্সবাজারে সমুদ্রস্নানে নেমে প্রাণ হারালেন বাবা-ছেলে

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ৯ জুন ২০২৫, ০৬:৩২ পিএম
    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ৯ জুন ২০২৫, ০৬:৩২ পিএম

    কক্সবাজারে সমুদ্রস্নানে নেমে প্রাণ হারালেন বাবা-ছেলে

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ৯ জুন ২০২৫, ০৬:৩২ পিএম

    পর্যটনের শহর কক্সবাজারের শান্ত নীল জলরাশি আজ আবারও এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো। সাগরের ঢেউয়ের সঙ্গে আনন্দভ্রমণে এসে প্রাণ হারালেন রাজশাহীর এক বাবা ও তার তরুণ পুত্র। সোমবার (৯ জুন) দুপুর দেড়টার দিকে কক্সবাজার সৈকতের কলাতলী পয়েন্টে গোসলে নেমে প্রাণ হারান তারা।

    নিহতরা হলেন, রাজশাহী সদর উপজেলার বাসিন্দা শাহীনুর রহমান (৬০) ও তার ছেলে মোহাম্মদ সিফাত (২০)। পরিবারটি সকালেই কক্সবাজারে পা রাখে এবং কলাতলী এলাকার হোটেল সী ক্রাউনে অবস্থান নেয়। দুপুরে সমুদ্রস্নানের উদ্দেশ্যে সৈকতে নামেন তারা। এসময় স্রোতের টানে হঠাৎ ভেসে যান বাবা ও ছেলে।

    জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি জানান, লাইফগার্ড কর্মীরা তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি- চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

    সী সেইফ লাইফগার্ড টিমের জ্যেষ্ঠ সদস্য মোহাম্মদ শুক্কুর জানান, ‘প্রথমে বাবাকে টেনে তোলা হয়, পরে ছেলেকে। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তারা রক্তবমি করছিলেন।’

    এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সৈকতজুড়ে। তবে এটিই প্রথম নয়। মাত্র একদিন আগেও (রোববার) দুটি মৃত্যুর ঘটনা ঘটেছে সমুদ্রপাড়ে।

    সেদিন বিকেলে লাবণী পয়েন্টে সাগরে নেমে নিখোঁজ হন চট্টগ্রামের ডিসি রোডের বাসিন্দা পর্যটক রাজীব আহম্মদ (৩৫)। আট ঘণ্টা পর রাতে ডায়াবেটিক পয়েন্ট সংলগ্ন এলাকায় তার নিথর দেহ ভেসে উঠে।

    এছাড়া সকালেই শৈবাল পয়েন্টে শখের বশে মাছ ধরতে নেমে প্রাণ হারান স্থানীয় বাসিন্দা বাহারছড়া এলাকার মোহাম্মদ নুরু। তার দেহ উদ্ধার হয় পরদিন সকালে নাজিরারটেকের উপকূলে।

    পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। মৃতদেহগুলো বর্তমানে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…