এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    যশোরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ৯ জুন ২০২৫, ০৮:৩৯ পিএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ৯ জুন ২০২৫, ০৮:৩৯ পিএম

    যশোরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ৯ জুন ২০২৫, ০৮:৩৯ পিএম

    যশোরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে মইনুদ্দিন (২৫) নামে এক যুবক খুন হয়েছেন।

    সোমবার (৯ জুন) বিকেলে সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ডাকাতিয়ায় এ ঘটনা ঘটে। নিহত মইনুদ্দিন ডাকাতিয়া গ্রামের আজিজ মোল্যার ছেলে। ছোট ভাইকে রক্ষা করতে গিয়ে ছুরিকাহত বড় ভাই জামির হোসেন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

    নিহত মইনুদ্দিনের ভাইপো সাগর হোসেনসহ প্রতিবেশীরা জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে মইনুদ্দিনের সাথে চাচাতো ভাই আশিকুর রহমান আশিকের কথা কাটাকাটি শুরু হয়।

    এ সময় আশিকের গালিগালাজের প্রতিবাদ করলে তিনি ক্ষুব্ধ হয়ে মইনুদ্দিনের তলপেটে ছুরিকাঘাত করেন। ছোট ভাইকে রক্ষা করার জন্য বড় ভাই জামির এগিয়ে গেলে তাকেও ছুরি মারা হয়। পরিবারের লোকজন তাদের দুই ভাইকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মইনুদ্দিনকে মৃত ঘোষণা করেন। জামিরকে ভর্তি করে চিকিৎসার জন্য ওয়ার্ডে পাঠানো হয়।

    হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই মইনুদ্দিন মারা যান। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের বড় ভাই জামিরের অবস্থা আশঙ্কাজনক।

    সার্জারি ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসকরা জানান, ছুরিকাহত জামিরের পেটে আঘাত লেগেছে। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

    যশোর কোতোয়ালি মডেল থানার (অফিসার ইনচার্জ) ওসি আবুল হাসনাত জানান, জমি নিয়ে বিরোধে চাচাতো ভাই আশিকের ছুরিকাঘাতে মইনুদ্দিন খুন হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছি। ঘটনার পর থেকে আশিক পলাতক। তাকে গ্রেফতার করতে অভিযান চলছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…