এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    বিএনপির একপক্ষের নেতার বিরুদ্ধে অপরপক্ষের নেতার সংবাদ সম্মেলন!

    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ১০ জুন ২০২৫, ১২:২৬ পিএম
    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ১০ জুন ২০২৫, ১২:২৬ পিএম

    বিএনপির একপক্ষের নেতার বিরুদ্ধে অপরপক্ষের নেতার সংবাদ সম্মেলন!

    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ১০ জুন ২০২৫, ১২:২৬ পিএম

    ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলা বিএনপির সদস্য সচিব (স্থগিত কমিটি) নুরজামাল খসরুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির অপর এক নেতা।

    সোমবার (৯ জুন) বিকালে উপজেলা সদর বাজারে এ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. খোশবুর রহমান খোকন।

    জানা যায়, ফরিদপুর-১ আসনের অন্তর্ভুক্ত আলফাডাঙ্গা উপজেলা। এই উপজেলায় বিএনপি দুই মেরুকরণে বিভক্ত। বিএনপি'র কৃষকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি, ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম আগামী নির্বাচনে প্রার্থী হবেন। এই একই আসনে প্রার্থী হতে চান সাবেক ছাত্র নেতা ও বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু। দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এদের মধ্যে রেষারেষি চলে আসছিল। সম্প্রতি কয়েকটি ঘটনায় দুই পক্ষের লোকজনের মধ্যে বিরোধ প্রকাশ্যে এসেছে।

    বিএনপির দুই পক্ষের মধ্যে খন্দকার নাসির গ্রুপের আলফাডাঙ্গা উপজেলায় নেতৃত্ব দেন নুরজামাল খসরু এবং শামসুদ্দিন মিয়া ঝুনু গ্রুপের নেতৃত্ব দেন খোশবুর রহমান খোকন। এরই মধ্যে বিএনপি নেতা নুরজামাল খসরুর সঙ্গে বিস্ফোরক দ্রব্য আইনের মামলার আসামি খন্দকার আব্দুল্লাহ ওরফে তুষার নামে এক ব্যক্তির অডিও ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়। ফোনালাপে বিএনপি নেতা খোশবুর রহমান খোকন সম্পর্কে বিভিন্ন নেতিবাচক মন্তব্য করেন নুরজামাল খসরু। এই ফোনালাপের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতা খোশবুর রহমান খোকন।

    সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে খোশবুর রহমান খোকন বলেন, '৫ আগস্টের পরে আলফাডাঙ্গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্র মিছিল করার কারণে থানায় একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। কিন্তু যারা প্রকৃত মিছিলে ছিল, তাদের নাম মোটা অঙ্কের অর্থের বিনিময়ে মামলা থেকে বাদ দেয়া হয়েছে। এই মামলা করার সঙ্গে তিনি বা তার পক্ষের কোনো লোকজন জড়িত না বলে দাবি করেন তিনি। তবে এসবের জন্য বিএনপি নেতা নুরজামাল খসরুকে দায়ী করেন তিনি।

    খোশবুর রহমান খোকন বলেন, গত ১২ মে থানা থেকে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা পালিয়ে যায়। এই ঘটনা নিয়ে ফাঁস হওয়া ফোনালাপে নুরজামাল খসরু আমাকে জড়িয়ে মিথ্যা ও কাল্পনিক কাহিনী সাজিয়ে অপপ্রচার করেছেন। এছাড়াও ফোনালাপে বিভিন্ন মনগড়া মন্তব্য করেছেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। এ সময় তিনি নুরজামাল খসরুর বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের কথা সংবাদ সম্মেলনে তুলে ধরেন।

    এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সদস্য সচিব (স্থগিত কমিটি) নুরজামাল খসরুর বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…