এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    ক্ষমতাচ্যুত হওয়া থেকে বেঁচে গেলেন নেতানিয়াহু

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৩:৫১ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৩:৫১ পিএম

    ক্ষমতাচ্যুত হওয়া থেকে বেঁচে গেলেন নেতানিয়াহু

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৩:৫১ পিএম
    সংগৃহীত ছবি

    ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় সামরিক অভিযানের লক্ষ্য পূরণে ব্যর্থতা এবং সেখানে আটক জিম্মিদের সবাইকে মুক্ত করতে না পারায় বেশ কিছুদিন ধরে ইসরায়েলে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের ব্যাপক সমালোচনা চলছে। গত কয়েক মাসে সরকারের বিরুদ্ধে একের পর এক বিক্ষোভ সমাবেশ করেছেন ইসরায়েলি নাগরিকরা। এই পরিস্থিতিতে আগাম নির্বাচনের দাবিতে তৎপরতা শুরু করেছিল ইসরায়েলের বিরোধী দলগুলো। সম্প্রতি আগাম নির্বাচনের প্রস্তাব সম্বলিত একটি বিল দেশটির পার্লামেন্ট নেসেটে উত্থাপনও করা হয়েছিল। তবে বিলটি বাতিল হয়ে গেছে। এতে করে ক্ষমতাচ্যুত হওয়া থেকে বেঁচে গেলেন নেতানিয়াহু।

    বুধবার (১১ জুন) পক্ষে-বিপক্ষে এমপিদের ভোট আহ্বান করে নেসেটে সেই বিল উত্থাপন করা হয়। ১২০ আসনবিশিষ্ট নেসেটে বিলটি পাসের জন্য প্রয়োজন ছিল অন্তত ৬১টি ভোট। কিন্তু ভোটাভুটির পরে দেখা যায় বিলটির পক্ষে পড়েছে ৫৩টি ভোট। আর বিপক্ষে পড়ে ৬১টি ভোট। বাকি ছয়জন ভোট দেওয়া থেকে বিরত ছিলেন।

    সম্প্রতি ইসরায়েলের সেনাবাহিনীতে নতুন সেনাসদস্য আহ্বান করে সেনা সমাবেশ ডেকেছিল নেতানিয়াহুর সরকার। তারপরেই এই বিল প্রস্তুতের কাজ শুরু করে বিরোধী দল।

    নেসেটে বিল বাতিল হওয়ায় এ যাত্রায় ক্ষমতাচ্যুত হওয়া থেকে বেঁচে গেলেন নেতানিয়াহু। ইসরায়েলের পার্লামেন্টারি আইন অনুসারে, আগামী অন্তত ছয় মাস পর্যন্ত আগাম নির্বাচন সংক্রান্ত কোনো বিল নেসেটে জমা দিতে পারবেন না বিরোধীরা।

    তবে আগাম নির্বাচনের দাবি ইসরায়েলে দিন দিন শক্তিশালী হয়ে উঠেছে। সম্প্রতি দেশজুড়ে একটি জনমত জরিপ চালিয়েছিল ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ । সেখানে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের মধ্যে ৫৭ শতাংশ আগাম নির্বাচনের পক্ষে মত দিয়েছিলেন।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…