এইমাত্র
  • সদরপুরে প্রার্থীদের নিজ উদ্যোগে নির্বাচনী ব্যানার অপসারণ
  • শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    প্রবাসে গিয়ে নতুন চাকরিতে যোগদানের আগে প্রাণ গেল যুবকের

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৪ জুন ২০২৫, ১২:৩৩ এএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৪ জুন ২০২৫, ১২:৩৩ এএম

    প্রবাসে গিয়ে নতুন চাকরিতে যোগদানের আগে প্রাণ গেল যুবকের

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৪ জুন ২০২৫, ১২:৩৩ এএম

    বুকভরা স্বপ্ন নিয়ে এক বছর আগে ভাগ্য বদলের আশায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই পাড়ি জমিয়েছিলেন মো. নুরুল আবছার রুবেল (২৯)। পরিবারের মুখে হাসি ফোটানোর আশায় পুরনো চাকরি ছেড়ে নতুন প্রতিষ্ঠানে যোগদানের অপেক্ষায় ছিলেন তিনি। কিন্তু নতুন কর্মস্থলে যোগদানের আগের দিনই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রুবেল।

    ১৩ জুন (শুক্রবার) বাংলাদেশ সময় রাত দুইটার দিকে সংযুক্ত আরব আমিরাতের আল কাসিমি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মাঝে।

    নুরুল আবছার রুবেল চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া জাকিরপাড়ার বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে। চার ভাই ও এক বোনের মধ্যে রুবেল ছিলেন বড় সন্তান। পরিবারের আর্থিক টানাপোড়েন মেটাতে ২০২৪ সালের ১৮ ফেব্রুয়ারি তিনি দুবাই পাড়ি জমান।

    প্রথমে এক রেস্টুরেন্টে কাজ করলেও কিছুদিন আগে নতুন একটি কোম্পানিতে চাকরির সুযোগ মেলে তার। আগামী দিনেই নতুন কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল। তবে গত ৭ জুন (শনিবার) বাংলাদেশ সময় রাত ১২টার দিকে দুবাইয়ে এক মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে গুরুতর আহত অবস্থায় আল কাসিমি হাসপাতালে ভর্তি করেন। টানা ছয় দিন আইসিইউতে থাকার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    নিহতের ফুফাতো ভাই আলী আজম জানান, 'নতুন চাকরি পেয়ে রুবেল খুবই খুশি ছিল। আমাদের সবাইকে ফোন করে জানায়, তার ভালো একটা চাকরি হয়েছে। কিন্তু সেই চাকরিতে যোগ দেওয়ার আগের রাতেই এই দুর্ঘটনা ঘটে।'

    রুবেলের প্রতিবেশী ও নোয়াপাড়া হযরত ছয়পীর আউলিয়া (রহ.) স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ সবুর বলেন, 'এই গ্রামের অনেক যুবক জীবিকার সন্ধানে বিদেশে গেছেন। নুরুল আবছারও বিদেশ গিয়ে পরিবারের হাল ধরতে চেয়েছিল। কিন্তু ভাগ্য তার সহায় হলো না। এখন তার বাবা-মা দিশেহারা। আমরা সরকারের সহযোগিতায় মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার অনুরোধ জানাই।'

    নুরুল আবছার নোয়াপাড়া হযরত ছয়পীর আউলিয়া (রহ.) স্মৃতি সংসদের প্রবাসী সদস্য ছিলেন। তার মৃত্যুতে সংগঠনের সদস্যসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

    বিদেশের মাটিতে স্বপ্ন নিয়ে যাওয়া এক তরুণের জীবন এভাবে থেমে যাওয়া আবারও বিদেশগামী শ্রমিকদের ঝুঁকিপূর্ণ বাস্তবতার কথা মনে করিয়ে দিল।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…