এইমাত্র
  • সদরপুরে প্রার্থীদের নিজ উদ্যোগে নির্বাচনী ব্যানার অপসারণ
  • শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    শ্রীনগরে কিস্তির চাপে ব্যবসায়ীর আত্মহত্যা

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১২:১২ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১২:১২ পিএম

    শ্রীনগরে কিস্তির চাপে ব্যবসায়ীর আত্মহত্যা

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১২:১২ পিএম

    মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া বাজারে কিস্তির ভার সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন এক ক্ষুদ্র মুদি ব্যবসায়ী। মৃত ব্যক্তির নাম রঘুনাথ দাস (৬০)। তিনি দীর্ঘদিন ধরে বাঘড়া বাজারে মুদি দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

    রোববার (১৫ জুন) দিবাগত রাতে নিজের দোকানের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। সকালে দোকানের শাটার অর্ধখোলা দেখে সন্দেহ হলে প্রতিবেশীরা ভেতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান। পরে বিষয়টি থানায় জানানো হয়।

    নিহতের পরিবার জানায়, রঘুনাথ দাস কয়েক মাস ধরে ঋণের কিস্তি পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। বিভিন্ন এনজিও ও স্থানীয় মহাজনের কাছ থেকে ধার নেওয়া অর্থ ফেরত দিতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। আত্মহত্যার আগে টানা চারদিন তিনি বাড়িতেও ফেরেননি।

    রঘুনাথ দাসের কলেজ পড়ুয়া একমাত্র মেয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, 'বাবা কয়েকদিন ধরে কারও সঙ্গে ঠিকমতো কথাও বলতেন না। আমরা বুঝতে পারিনি, তিনি এমন কিছু করে বসবেন।'

    স্থানীয়রা জানান, সহজ-সরল প্রকৃতির রঘুনাথ দাস বাজারের পরিচিত মুখ ছিলেন। দোকান চালিয়ে সংসার চালানোসহ মেয়ের পড়াশোনার খরচ জোগাতে হিমশিম খাচ্ছিলেন তিনি।

    ব্যবসায়ীর এই করুণ মৃত্যুর ঘটনায় বাঘড়া বাজারে নেমে এসেছে শোকের ছায়া। ক্ষুদ্র ব্যবসায়ীদের অনেকেই বলছেন, কিস্তির চাপে এমন পরিণতি যে কেউ বরণ করতে পারে। বিষয়টি নিয়ে সামাজিক সচেতনতা ও সরকারি সহায়তার দাবি জানানো হয়েছে।

    এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিল আহমেদ বলেন, 'আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…