এইমাত্র
  • সদরপুরে প্রার্থীদের নিজ উদ্যোগে নির্বাচনী ব্যানার অপসারণ
  • শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    তথ্য-প্রযুক্তি

    ভূমিকম্পের আগাম বার্তা জানাবে স্মার্টওয়াচ

    তথ্য-প্রযুক্তি ডেস্ক প্রকাশ: ১৬ জুন ২০২৫, ০১:৩৪ পিএম
    তথ্য-প্রযুক্তি ডেস্ক প্রকাশ: ১৬ জুন ২০২৫, ০১:৩৪ পিএম

    ভূমিকম্পের আগাম বার্তা জানাবে স্মার্টওয়াচ

    তথ্য-প্রযুক্তি ডেস্ক প্রকাশ: ১৬ জুন ২০২৫, ০১:৩৪ পিএম
    ছবি: সংগৃহীত

    স্বাস্থ্যের খেয়াল রাখা থেকে শুরু করে ব্যবহারকারীর ঘুমের সময় জানায় স্মার্টওয়াচ। দিনে কতটুকু পানি খেতে হবে, কতটুকু হাঁটলেন, হার্ট ঠিক আছে কি না তা সবই জানাতে থাকে ব্যবহারকারীকে। এমনকি আবহাওয়ার পূর্বাভাসও পাওয়া যাইয় স্মার্টওয়াচ থেকেই। এখন অন্যতম প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্পের আগাম বার্তা জানতে পারবেন স্মার্টওয়াচ থেকেই। গুগল তাদের স্মার্টওয়াচে বিশেষ এই ফিচার যুক্ত করেছে। গুগল স্মার্টওয়াচেও এবার মিলবে ‘আর্থকোয়াক ডিটেকশন’ ফিচার।

    স্মার্টওয়াচে এই ফিচার নতুন হলেও গুগলের নতুন নয়। ২০২০ সালে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য এই ফিচার নিয়ে আসে গুগল। স্মার্টফোনে ভূমিকম্পের হদিশ দেওয়ার ফিচারটি বেশ কার্যকরী তার প্রমাণও দিয়েছে অনেক আগেই। অবশেষে এবার এই পরিষেবা স্মার্টওয়াচেও মিলবে খুব শিগগিরি।

    যেভাবে কাজ করবে ‘আর্থকোয়াক ডিটেকশন সিস্টেম’

    সিজমোমিটারের উপরে আলাদা করে নির্ভর না করে গুগল কাজ করে মোশন সেন্সর নিয়ে। যখন বহু ফোন একসঙ্গে মাটির কম্পন অনুভব করে, গুগলের সার্ভার দ্রুত সেই তথ্য খতিয়ে দেখে বুঝে নেয় ভূমিকম্প হচ্ছে কি না। যদি এমন কোনো আশঙ্কা থেকে থাকে তাহলে দ্রুত সেই সিস্টেম কাছাকাছি থাকা ব্যবহারকারীদের কাছে সতর্কবাণী পাঠিয়ে দেয়। সেখানে পরিষ্কার জানিয়ে দেয়, সেই ব্যবহারকারী কম্পনের উৎস থেকে কতটা দূরে রয়েছেন।

    এই প্রযুক্তিই এবার স্মার্টফোন থেকে স্মার্টওয়াচে নিয়ে আসা হচ্ছে। কোনো এলাকার মাটি কাঁপতে শুরু করলেই দ্রুত সংকেত পৌঁছে যাবে সেই যন্ত্রে। অর্থাৎ ফোন যদি হাতের কাছে নাও থাকে তাহলেও স্মার্টওয়াচের দৌলতে দ্রুত খবর পৌঁছে যাবে। আবার যারা এলটিই-এনাবল্ড ওয়াচই ব্যবহার করেন ফোন সঙ্গে না রেখে তারাও উপকারী হবেন।

    তবে এই অ্যালার্টঠিক কেমন হবে সেবিষয়ে গুগলের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। ধারণা করা হচ্ছে এটাও অ্যান্ড্রয়েড ফোনের মতোই হবে। বিপর্যয় রোখা সম্ভব নয়, তবু অন্তত কয়েক সেকেন্ড আগে জানতে পারলে নিরাপদ আশ্রয়ে চলে যেতে পারেন। অন্যদের সতর্ক করতে পারবেন। বাঁচতে পারে অনেক প্রাণ।

    স্বাস্থ্যের খেয়াল রাখা থেকে শুরু করে ব্যবহারকারীর ঘুমের সময় জানায় স্মার্টওয়াচ। দিনে কতটুকু পানি খেতে হবে, কতটুকু হাঁটলেন, হার্ট ঠিক আছে কি না তা সবই জানাতে থাকে ব্যবহারকারীকে। এমনকি আবহাওয়ার পূর্বাভাসও পাওয়া যাইয় স্মার্টওয়াচ থেকেই। এখন অন্যতম প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্পের আগাম বার্তা জানতে পারবেন স্মার্টওয়াচ থেকেই। গুগল তাদের স্মার্টওয়াচে বিশেষ এই ফিচার যুক্ত করেছে। গুগল স্মার্টওয়াচেও এবার মিলবে ‘আর্থকোয়াক ডিটেকশন’ ফিচার।

    স্মার্টওয়াচে এই ফিচার নতুন হলেও গুগলের নতুন নয়। ২০২০ সালে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য এই ফিচার নিয়ে আসে গুগল। স্মার্টফোনে ভূমিকম্পের হদিশ দেওয়ার ফিচারটি বেশ কার্যকরী তার প্রমাণও দিয়েছে অনেক আগেই। অবশেষে এবার এই পরিষেবা স্মার্টওয়াচেও মিলবে খুব শিগগিরি।

    যেভাবে কাজ করবে ‘আর্থকোয়াক ডিটেকশন সিস্টেম’:

    সিজমোমিটারের উপরে আলাদা করে নির্ভর না করে গুগল কাজ করে মোশন সেন্সর নিয়ে। যখন বহু ফোন একসঙ্গে মাটির কম্পন অনুভব করে, গুগলের সার্ভার দ্রুত সেই তথ্য খতিয়ে দেখে বুঝে নেয় ভূমিকম্প হচ্ছে কি না। যদি এমন কোনো আশঙ্কা থেকে থাকে তাহলে দ্রুত সেই সিস্টেম কাছাকাছি থাকা ব্যবহারকারীদের কাছে সতর্কবাণী পাঠিয়ে দেয়। সেখানে পরিষ্কার জানিয়ে দেয়, সেই ব্যবহারকারী কম্পনের উৎস থেকে কতটা দূরে রয়েছেন।

    এই প্রযুক্তিই এবার স্মার্টফোন থেকে স্মার্টওয়াচে নিয়ে আসা হচ্ছে। কোনো এলাকার মাটি কাঁপতে শুরু করলেই দ্রুত সংকেত পৌঁছে যাবে সেই যন্ত্রে। অর্থাৎ ফোন যদি হাতের কাছে নাও থাকে তাহলেও স্মার্টওয়াচের দৌলতে দ্রুত খবর পৌঁছে যাবে। আবার যারা এলটিই-এনাবল্ড ওয়াচই ব্যবহার করেন ফোন সঙ্গে না রেখে তারাও উপকারী হবেন।

    তবে এই অ্যালার্টঠিক কেমন হবে সেবিষয়ে গুগলের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। ধারণা করা হচ্ছে এটাও অ্যান্ড্রয়েড ফোনের মতোই হবে। বিপর্যয় রোখা সম্ভব নয়, তবু অন্তত কয়েক সেকেন্ড আগে জানতে পারলে নিরাপদ আশ্রয়ে চলে যেতে পারেন। অন্যদের সতর্ক করতে পারবেন। বাঁচতে পারে অনেক প্রাণ।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…