মুন্সিগঞ্জ সদরে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার আসামি দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
সোমবার (১৬ জুন) দুপুরে ওই দুইজনকে পুলিশ হেফাজত থেকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে গতকাল রোববার সন্ধ্যায় সদর উপজেলার মিরকাদিম পৌরসভার গোয়াল ঘূর্ণি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- গোয়াল ঘূর্ণি তালুকদার বাড়ির আবু কালামের পুত্র মো. আকাশ (২৪) ও একই এলাকার বাসিন্দা হোসেন ফকির (২৫)। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ জুন দুপুর ১২টার দিকে মিরকাদিম পৌরসভার মীরাপাড়া এলাকায় ঘরে ঢুকে ১১ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণ করেন ওই দুই যুবক। পরে এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুহাম্মদ কাজী হুমায়ুন রশিদ এসব তথ্য নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এছাড়া বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে।
এনআই