এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    জাতীয়

    রাজধানীর পৃথক স্থান থেকে ২ মরদেহ উদ্ধার

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১১:০৯ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১১:০৯ এএম

    রাজধানীর পৃথক স্থান থেকে ২ মরদেহ উদ্ধার

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১১:০৯ এএম
    ছবি: সংগৃহীত

    রাজধানীর বনানী ও রামপুরায় পৃথক ঘটনায় বাসের হেলপার ও এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    বুধবার (১৮ জুন) সকালে এবং রাতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    নিহতরা হলেন- বনানীর মো. মুন্না (১৯) ও রামপুরায় সুমি আক্তার (৩৫)।

    বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মওদুদ কামাল জানান, খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে মুন্নার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

    তিনি জানান, আত্মীয়ের কাছে জানতে পারি নিহত মুন্না একজন বাসের সহকারী হিসেবে কাজ করতো। গত রাতে স্বামী-স্ত্রীর ঝগড়ার পর সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

    নিহতের বাবা মো. ইয়াসিন বলেন, 'আমার ছেলে বাসের হেলপারি করতো। জোনাকি নামের এক মেয়ের সঙ্গে বিয়ে হয়। কিছুদিন আগে তার একটি সন্তান হয়েছিল, ছেলেটি মারা যায়। এই নিয়ে স্ত্রীর সঙ্গে কথা কম বলতো। পারিবারিক বিষয় নিয়ে রাতে কথা কাটাকাটির একপর্যায়ে নিজ রুমে গিয়ে গলায় ফাঁস দেয়।'

    অপরদিকে, রামপুরা থানার পূর্ব হাজীপাড়া ঝিলপার এলাকায় একটি বাসায় সুমি আক্তার (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

    রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) খাঁন আব্দুর রহমান জানান, খবর পেয়ে গতকাল পূর্ব হাজীপাড়া ঝিলপাড়ের একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্বজনের কাছে থেকে জানতে পেরেছি যে, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…