এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    গল টেস্ট

    তৃতীয় দিনে লঙ্কানদের আধিপত্য, ঘুরে দাঁড়ানোর চেষ্টা টাইগারদের

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০৬:২৯ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০৬:২৯ পিএম

    তৃতীয় দিনে লঙ্কানদের আধিপত্য, ঘুরে দাঁড়ানোর চেষ্টা টাইগারদের

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০৬:২৯ পিএম

    গল টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশি বোলারদের নাকানি-চোবানি খাওয়াচ্ছিলেন শ্রীলঙ্কান ওপেনার পাথুম নিসাঙ্কা। পরিস্থিতি এমন ছিল যে, ব্যক্তিগত ২’শর পথে হাঁটছিলেন তিনি। তবে দিনের শেষভাগে এসে অবশেষে নিসাঙ্কার গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিতে সক্ষম হয়েছে টাইগাররা। তার এই বিদায় কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে বাংলাদেশ শিবিরে।

    বৃহস্পতিবার (১৯ জুন) গল টেস্টের তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৪ উইকেটে ৩৬৮ রান করেছে। এখনো ১২৭ রানে এগিয়ে আছে বাংলাদেশ।

    দিনের তৃতীয় সেশনের লঙ্কানদের স্কোর ছিল ২ উইকেটে ২৩৩ রান। সেখান থেকে নিসাঙ্কা চালিয়ে যান দারুণ ব্যাটিং। আগেই শতক পূর্ণ করেছিলেন, এরপর ছুটছিলেন দ্বিশতকের দিকে। অন্যপ্রান্তে অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস বিদায়ী টেস্টে ৬৯ বলে ৩৯ রান করে আউট হন মুমিনুল হকের শিকারে পরিণত হয়ে।

    তবে নিসাঙ্কার আগ্রাসী ইনিংস থামছিলই না। দুর্দান্ত সব শটে রান তুলেছেন, আর তার ডাবল সেঞ্চুরির সম্ভাবনা ছিল জোরালো। শেষ বিকেলে হাসান মাহমুদের একটি অসাধারণ ডেলিভারিতে অবশেষে থামে তার ইনিংস। ২৫৬ বল মোকাবিলা করে ১৮৭ রানের এক অসাধারণ ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। তখন শ্রীলঙ্কার স্কোর ৩৩১।

    এরপর মাঠে আসেন কামিন্দু মেন্ডিস ও অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। দুজনেই শেষ বিকেলে রান তুলেছেন সাবলীলভাবে। তাদের জুটি লঙ্কানদের ইনিংস আরও এগিয়ে দেয়, সেইসঙ্গে বাংলাদেশের লিডও কিছুটা কমিয়ে দেয়।

    দিন শেষে ৫৬ বলে ৩৭ রানে অপরাজিত আছেন কামিন্দু, সঙ্গে রয়েছেন ধনঞ্জয়া, তিনি করেছেন ২৬ বলে ১৭ রান। তিন দিন শেষে শ্রীলঙ্কা ৪ উইকেটে ৩৬৮ রান নিয়ে এগোচ্ছে।

    বাংলাদেশের হয়ে চার বোলার ভাগাভাগি করে নিয়েছেন উইকেট। তাইজুল ইসলাম, নাঈম হাসান, মুমিনুল হক ও হাসান মাহমুদ প্রত্যেকে নিয়েছেন একটি করে উইকেট।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…