এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    শিমুলিয়া ঘাটে আবারও চালু হচ্ছে ফেরি চলাচল

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১১:০৬ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১১:০৬ পিএম

    শিমুলিয়া ঘাটে আবারও চালু হচ্ছে ফেরি চলাচল

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১১:০৬ পিএম

    ঐতিহ্য ধরে রাখতে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে আবারও ফেরি চলাচল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পদ্মা নদী রক্ষায় ড্রেজিংয়ের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

    বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে শিমুলিয়া ঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র ড্রেজ ট্রেনিং ইনস্টিটিউটের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    ড. সাখাওয়াত হোসেন বলেন, ‘উন্নত বিশ্বে নদী রক্ষায় যুগোপযোগী উদ্যোগ নেওয়া হয়। আমাদের দেশেও এখনই কার্যকর পদক্ষেপ না নিলে হুমকির মুখে পড়বে নদী, জীববৈচিত্র্য ও নদীকেন্দ্রিক জীবন-জীবিকা।’ সেমিনারে বিআইডব্লিউটিএর পক্ষ থেকে শিমুলিয়া ঘাট এলাকায় আন্তর্জাতিক মানের পোর্ট নির্মাণসহ ১০টি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা উপস্থাপন করা হয়। এর মধ্যে ৩টি প্রস্তাব দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। পরে তিনি দুই সপ্তাহব্যাপী বেসিক ড্রেজিং অপারেশন কোর্সের উদ্বোধন করেন এবং ড্রেজ ট্রেনিং ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

    সেমিনারে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, শিমুলিয়া ড্রেজ ট্রেনিং ইনস্টিটিউটের মাষ্টার মেরিন অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) ক্যাপ্টেন মো. শাহ জাহান, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিন এবং স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…