এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    আনোয়ারায় তরুণীকে সিএনজিতে ধর্ষণচেষ্টার ঘটনায় চালক ও সহযোগী গ্রেপ্তার

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১১:৪৯ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১১:৪৯ পিএম

    আনোয়ারায় তরুণীকে সিএনজিতে ধর্ষণচেষ্টার ঘটনায় চালক ও সহযোগী গ্রেপ্তার

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১১:৪৯ পিএম

    চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশায় তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চালক ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    বুধবার (১৮ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে আনোয়ারা থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- অটোরিকশাচালক মো. ফোরকান (২৫) ও তাঁর সহযোগী মো. হানিফ (৩২)।

    গ্রেপ্তারকৃত মো. ফোরকান চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের পূর্ব বরৈয়া গ্রামের মো. সোলাইমানের ছেলে এবং মো. হানিফ একই এলাকার মঞ্জুরুল ইসলামের ছেলে।

    মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে কোরিয়ান ইপিজেড (কেইপিজেড)-এর ১১ নম্বর গেট এলাকা থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন ভুক্তভোগী তরুণী। কিছুদূর যাওয়ার পর তিনি বুঝতে পারেন, তাঁকে ভুল পথে নেওয়া হচ্ছে। নেমে যেতে চাইলে চালক অটোরিকশা থামাননি। নির্জন এক এলাকায় গিয়ে চাকা নষ্ট হয়েছে বলে চালক গাড়ি থামান এবং পরে চালক ও তাঁর সহযোগী মিলে তাঁকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন।

    জীবন বাঁচাতে ওই তরুণী চলন্ত অটোরিকশা থেকে লাফ দেন। এতে তাঁর নাক-মুখ থেঁতলে যায় এবং একটি দাঁত পড়ে যায়। এরপর তিনি কাছাকাছি একটি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। পরে সন্ধ্যায় আনোয়ারা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

    আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন সময়ের কণ্ঠস্বর-কে বলেন, "ভুক্তভোগীর অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে এবং মামলা তদন্তাধীন রয়েছে।"

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…