এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে সময়ের কন্ঠস্বর’র এক যুগ পূর্তি উদযাপন

    স্টাফ করেসপন্ডেন্ট, সময়ের কণ্ঠস্বর প্রকাশ: ২০ জুন ২০২৫, ০৯:২৯ পিএম
    স্টাফ করেসপন্ডেন্ট, সময়ের কণ্ঠস্বর প্রকাশ: ২০ জুন ২০২৫, ০৯:২৯ পিএম

    চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে সময়ের কন্ঠস্বর’র এক যুগ পূর্তি উদযাপন

    স্টাফ করেসপন্ডেন্ট, সময়ের কণ্ঠস্বর প্রকাশ: ২০ জুন ২০২৫, ০৯:২৯ পিএম

    বন্দরনগরী চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বর-এর এক যুগ পূর্তি উৎসব পালিত হয়েছে।

    শুক্রবার (২০ জুন) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে সময়ের কন্ঠস্বরের এক যুগ পূর্তি উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনার সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় গণমাধ্যমকর্মী, শিক্ষক, সাহিত্যিক ও সমাজকর্মীরা অংশ নেন। একুশে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শামিম উল্লাহ আদিলের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠান শুরু হয়।

    ইছহাক হোসেন ও সাফা মারওয়ার যৌথ সঞ্চালনায় সময়ের কন্ঠস্বরের বার্তা সম্পাদক রবিউল ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রতিষ্ঠাতা মেয়র ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম (কচি), বাংলাদেশ বুলেটিন পত্রিকার ব্যুরো প্রধান কামরুজ্জামান রনি, রেলওয়ে জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও দৈনিক সকালের সময়ের ব্যুরো প্রধান এস এম পিন্টু, বাঁশখালী উন্নয়ন পরিষদের সভাপতি লায়ন মো. আমিরুল হক এমরুল কায়েস, সাংবাদিক সোহাগ আরেফিন, জাতীয় ছাত্র সমাজের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য নাছির উদ্দীন সিদ্দিকী প্রমুখ।

    চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি বলেন, এখন সব প্রিন্ট মাল্টিমিডিয়া বিভাগ চালু করেছে। এতে করে প্রতীয়মান হয়, অনলাইনের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পাঠকরাও অনলাইন নির্ভর হয়ে পড়েছে। সময়ের কন্ঠস্বর এই প্ল্যাটফরমে দীর্ঘ এক যুগ পার করেছে। আমি এই পোর্টালটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।

    এসময় চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, এখন দিনদিন অনলাইন পোর্টালের জনপ্রিয়তা বেড়ে চলেছে। যেমন ইরান-ইসরায়েল যুদ্ধের আপডেট আমরা মূহুর্তেই পেয়ে যাচ্ছি অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে। ঠিক তদ্রুপ সময়ের কন্ঠস্বরও এই অগ্রযাত্রার সঙ্গী হিসেবে দীর্ঘ এক যুগ অগ্রণী ভূমিকা পালন করেছে।

    তিনি আরও বলেন, সময়ের কন্ঠস্বর যেন গণমানুষের কন্ঠস্বর হয়ে উঠতে পারে, সে কামনাই করি। সময়ের কণ্ঠস্বর তার যাত্রার শুরু থেকেই পাঠকনির্ভর, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার ধারা অব্যাহত রেখেছে। সাহসিকতা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে পত্রিকাটি পাঠকের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…