এইমাত্র
  • সদরপুরে প্রার্থীদের নিজ উদ্যোগে নির্বাচনী ব্যানার অপসারণ
  • শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে মার্কিন রাজনৈতিক নাটক!

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২১ জুন ২০২৫, ০৩:৪৬ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২১ জুন ২০২৫, ০৩:৪৬ পিএম

    ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে মার্কিন রাজনৈতিক নাটক!

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২১ জুন ২০২৫, ০৩:৪৬ পিএম

    মার্কিন রাজনীতিতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা নতুন মাত্রা পেয়েছে। চলতি বছরের মার্চে মার্কিন সিনেটে দেওয়া এক বক্তব্যে সাবেক কংগ্রেস সদস্য তুলসি গ্যাবার্ড দাবি করেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। তবে সেই মন্তব্য নিয়ে তৈরি হয় বিতর্ক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা সরাসরি প্রত্যাখ্যান করে বলেন, ‘বাস্তবতা ভিন্ন।’

    পরে গ্যাবার্ড অভিযোগ তোলেন, তাঁর বক্তব্য গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এখন তিনিও বলছেন, ইরান কয়েক সপ্তাহের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারে।

    এদিকে হোয়াইট হাউসে বৃহস্পতিবার (১৯ জুন) দেওয়া এক বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইরান বর্তমানে বিপুল পরিমাণ পারমাণবিক উপাদান সংগ্রহ করেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, দেশটি ‘কয়েক সপ্তাহের মধ্যে, কিংবা সর্বোচ্চ কয়েক মাসের মধ্যে’ পরমাণু অস্ত্র তৈরি করতে সক্ষম হতে পারে। তিনি স্পষ্ট করে বলেন, এই পরিস্থিতি যুক্তরাষ্ট্র কোনোভাবেই মেনে নেবে না।

    ট্রাম্প আরও জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে তিনি সিদ্ধান্ত নেবেন—যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবে কি না। যদিও তাঁর কথায় ইঙ্গিত ছিল, এই সময়সীমার আগেই হয়তো সিদ্ধান্ত জানানো হতে পারে।

    এদিকে, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (IAEA) সম্প্রতি জানিয়েছে, ইরান বর্তমানে ৬০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে—যা অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ৯০ শতাংশ মাত্রার খুব কাছাকাছি। পরমাণু বিশেষজ্ঞদের মতে, এই ইউরেনিয়ামের পরিমাণ দিয়ে তাত্ত্বিকভাবে নয়টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…