এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ২০ ঘন্টার মধ্যে মরদেহ শনাক্ত, আলামতসহ গ্রেফতার ৩

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২১ জুন ২০২৫, ০৯:১৭ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২১ জুন ২০২৫, ০৯:১৭ পিএম

    ২০ ঘন্টার মধ্যে মরদেহ শনাক্ত, আলামতসহ গ্রেফতার ৩

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২১ জুন ২০২৫, ০৯:১৭ পিএম

    ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গত শুক্রবার পত্তন ইউনিয়নের টানমনিপুর এলাকার রাস্তার পাশে জলাশয়ের তীর থেকে উদ্ধার হওয়া মরদেহ পরিচয় ২০ ঘন্টার মধ্যে শনাক্ত ও হত্যারকাণ্ডের রহস্য উদঘাটন করতে সক্ষম হয় বিজয়নগর থানার পুলিশ।

    হত্যাকাণ্ডের জড়িত থাকায় ৫ জনের মধ্যে তিনজনকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন- দগরিসার গ্রামের সামসুল ইসলামের ছেলে তৌহিদুল ইসলাম (৩১), আলমগীর মিয়ার ছেলে সামির খান (২৫), শুক্কুর আলীর ছেলে সিয়াম (১৬)।

    জানা যায়, মরদেহ উদ্ধারের পর বিভিন্ন ভাবে পরিচয় শনাক্তের চেষ্টা চালায় পুলিশ। পরে বিভিন্ন সূত্র এবং তথ্য প্রযুক্তির সহায়তায় উদ্ধার হওয়ার মরদেহের মুজিবুর রহমান (৩৫) এর পরিচয় শনাক্ত করা হয়। উদ্ধার হওয়া মজিবুর রহমান সে ময়মনসিংহ জেলার বাসিন্দা ছিলেন। বর্তমানে সে আশুগঞ্জে ভাড়া বাসায় বসবাস করতো। পেশায় একজন সিএনজি চালক ছিলেন। মুজিবুর রহমানের সিএনজি ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানায় আসামীরা।

    বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, পুলিশ নানা ক্লু ও তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে অংশ নেয়া পাঁচজনের মধ্যে তিন জনকে শনিবার (২১ জুন) ভোর রাতে তাদের বাড়ি হতে গ্রেফতার করা হয়। এসময় আসামীদের কাছ থেকে হত্যাকাণ্ডের ব্যবহৃত একটি সিএনজি, ৩ টি চাকু, একটি মোবাইল ফোন, একজোড় জুতা, রক্তমাখা কাপড় ও রশি উদ্ধার করা হয়।

    আসামীরা প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছেন। এবিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…