এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    বাংলাদেশের এমন ব্যাটিং ধসের ব্যাখ্যা কী?

    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ৩ জুলাই ২০২৫, ০৪:৩৭ পিএম
    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ৩ জুলাই ২০২৫, ০৪:৩৭ পিএম

    বাংলাদেশের এমন ব্যাটিং ধসের ব্যাখ্যা কী?

    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ৩ জুলাই ২০২৫, ০৪:৩৭ পিএম

    প্রথম ওয়ানডেতে পেসারদের আগুন ঝড়ানো বোলিংয়ে ২৫০ রান তোলার আগেই ধামে শ্রীলঙ্কার ইনিংস। কলম্বোর ব্যাটিং সহায়ক উইকেটে বলা চলে টাইগারদের সামনে ছিল এটি ছিল মামুলি লক্ষ্য।

    এই লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন যেভাবে শুরু করেছিলেন তাতে মনে হচ্ছিল খুব সহজেই ম্যাচ জিতে যাবে বাংলাদেশ। ১০০ রান তুলে ফেলেছিল বাংলাদেশ, সেটাও মাত্র ১ উইকেট হারিয়ে। ২৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এমন শুরু দেখে স্বাভাবিকভাবেই আশা জাগা যায়। তখন পর্যন্ত সব ঠিকই ছিল।

    তারপর?

    ১০০ থেকে ১০৫—মাত্র ৫ রান তুলতে হারিয়ে ফেলে ৭ উইকেট! এ যেন চোখের পলক ফেলার আগেই ধস নামা।

    পরিসংখ্যান বলছে, ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে ২য় থেকে ৮ম উইকেটের মধ্যে এমন ভয়াবহ পতনের নজির বিরল। এর আগে বিরল এই রেকর্ডটি ছিল যুক্তরাষ্ট্রের দখলে। ২০২০ সালে নেপালের বিপক্ষে ১ উইকেটে ২৩ রান থেকে মাত্র ৮ রান যোগ করতেই ৭ উইকেট হারিয়েছিল তারা। এবার সেই লজ্জার পাশে বসেছে বাংলাদেশের নাম।

    ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন পেসার তাসকিন আহমেদ। ব্যাটিং ধসের ব্যাখ্যা চাওয়া হলে তিনি বলেন, ‘ক্রিকেটে অনেক কিছুই ঘটে, এটা অনিশ্চয়তার খেলা। তারপরও এটা ভাবনায় ছিল না। ১ উইকেটে ১০০ করার পর সেখান থেকে এমন পতন, সত্যিই খুব খারাপ ছিল আমাদের জন্য।’

    পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা ব্যক্ত করে তিনি বলেন, ‘আশা করি, সবাই এই ভুল থেকে শিখবে। পরের ম্যাচে ভালোভাবে ফিরে আসার চেষ্টা করব।’

    সিরিজের দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াবে ৫ জুলাই, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…