মুন্সীগঞ্জের শ্রীনগরে দলিল লেখকপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।
শনিবার (৫ জুলাই) রাত ২টার দিকে উপজেলার সাব রেজিস্ট্রার অফিসসংলগ্ন দলিল লেখকপট্টিতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে সূত্র জানায়, আগুনের লেলিহান শিখা সাব রেজিস্ট্রার অফিসসংলগ্ন দলিল লেখকপট্টিতে ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে। তবে এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।
আগুনের ঘটনায় ২০-২৫ ঘর পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এবি