এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    সীতাকুণ্ডে ট্র্যাকের পেছনে বাসে ধাক্কা, আহত ১১

    এস এম ইকবাল হোসাইন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০২:৫০ পিএম
    এস এম ইকবাল হোসাইন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০২:৫০ পিএম

    সীতাকুণ্ডে ট্র্যাকের পেছনে বাসে ধাক্কা, আহত ১১

    এস এম ইকবাল হোসাইন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০২:৫০ পিএম

    চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি মিনিট ট্রাকের পেছনে ধাক্কা দেয় যাত্রীবাহী মিনিবাস। এই ঘটনায় প্রায় ১১ জন আহত হয়েছেন, তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

    সোমবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে ছোট কুমিরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডিএভি ফিলিং স্টেশনের সামনে ঢাকা মুখি লেনে এই ঘটনা ঘটে। এতে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। তাৎক্ষণিক আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে মহাসড়কের ঢাকা মুখি লেনে মহাসড়কের উপরে দাঁড়িয়ে ছিল সিমেন্ট বোঝাই রয়েল সিমেন্টের একটি মিনি ট্রাক। এই সময় যাত্রীবাহী একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই সিমেন্ট বোঝায় মিনি ট্রাককে স্বজোরে ধাক্কা দেয়। যাত্রীবাহী মিনিবাসের প্রায় ১১ জন যাত্রী গুরুতর আহত হন, তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা খবর দিলে বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশের ও কুমিরা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। যাত্রীবাহী মিনি বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

    প্রত্যক্ষদর্শী ইমাম হোসাইন ইমন বলেন, সিমেন্ট বোঝায় রয়েল সিমেন্টের একটি মিনি ট্রাক নষ্ট হয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে ছিল। যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই মিনি ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

    দুর্ঘটনার পর ১১ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

    কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ফিরোজ ভূইয়া বলেন, আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা বেশ কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আমরা ঘটনাস্থলে গিয়ে প্রায় পাঁচজনকে উদ্ধার করি। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা যে কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে, তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক শুনেছি।

    বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মুমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। দুর্ঘটনায় কবলিত গাড়ি দুটিকে আটক করা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…