এইমাত্র
  • সদরপুরে প্রার্থীদের নিজ উদ্যোগে নির্বাচনী ব্যানার অপসারণ
  • শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    বেনাপোলসহ সারা দেশের ১১ জন কাস্টমস কমিশনার রদবদল

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০১:১৪ এএম
    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০১:১৪ এএম

    বেনাপোলসহ সারা দেশের ১১ জন কাস্টমস কমিশনার রদবদল

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০১:১৪ এএম

    বেনাপোলসহ সারাদেশের কাস্টমস কমিশনার পর্যায়ের ১১ জন কর্মকর্তাকে একসাথে বদলী করেছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

    মঙ্গলবার (১৫ জুলাই) এক প্রজ্ঞাপনে এ বদলীর আদেশ দেওয়া হয়। জাতীয় বাজেট অনুমোদনের পর বিভিন্ন কাস্টমস হাউজ ও কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে এবং বিভিন্ন দপ্তরে বদলী করা হলো।

    তবে বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার মো. কামরুজ্জামানকে বদলী করা হলেও তাকে কোন দপ্তর দেওয়া হয়নি। আর রাজশাহী কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। তবে দুই একদিনের মধ্যে আরো একটি রদবদল হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

    জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব (কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখা) মোহাম্মদ আবুল মনসুর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মঙ্গলবার (১৫ জুলাই) বলা হয়েছে, বিসিএ (কাস্টমস অ্যান্ড এক্সাইজ) ক্যাডার এর কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের বদলি করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

    প্রজ্ঞাপনে ঢাকা উত্তর কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেনকে বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার, রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মো. আবদুল হাকিমকে পানগাঁও কাস্টমস হাউজে, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রকল্পের প্রকল্প পরিচালক (কমিশনার) জুয়েল আহমেদকে এ দায়িত্বের পাশাপাশি ঢাকা দক্ষিণ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার হিসেবে, চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির কমিশনার এ. কে. এম নুরুল হুদা আজাদকে ঢাকা শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরে এবং অতিরিক্ত দায়িত্ব হিসেবে কাস্টমস আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে, কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার (চ.দা) মো. মাহফুজুল হক ভূঞাকে চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার হিসেবে, ঢাকা-২ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটের কমিশনার (চ.দা) খন্দকার নাজমুল হককে তার দায়িত্বের পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ডের গবেষণা ও পরিসংখ্যান অনুবিভাগের মহাপরিচালক হিসেবে, রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার (চ.দা) ড. আবু নুর রাশেদ আহম্মেদকে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক হিসেবে, জাতীয় রাজস্ব বোর্ডের গবেষণা ও পরিসংখ্যান অনুবিভাগের মহাপরিচালক কমিশনার (চ.দা) অরুন কুমার বিশ্বাসকে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার হিসেবে, ঢাকা শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের কমিশনার (চ.দা) মো. আবদুল মান্নান সরদারকে কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার হিসেবে, চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার (চ.দা) মোহাম্মদ শফি উদ্দিনকে চট্টগ্রাম কাস্টমস হাউজের কমিশনার হিসেবে এবং পানগাঁও কাস্টমস হাউজের কমিশনার (চ.দা) মিয়া মো. আবু ওবায়দাকে ঢাকা উত্তরের কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার হিসেবে বদলী করা হয়েছে।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাজেট পাশের পর পরই প্রতিবছরের ন্যায় এবারও জাতীয় রাজস্ব বোর্ডে কমিশনারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের রুটিন মাফিক বদলী হয়ে থাকে। তবে এবারের বদলীটি একটু ভিন্ন হতে পারে। জাতীয় রাজস্ব বোর্ডের বিরুদ্ধে আন্দোলনে যোগ দেওয়া, বদলীর আদেশ ছিড়ে ফেলানো, বিভিন্ন কাস্টমস হাউজে শাট ডাউন ঘটানো ও এনবিআরের চেয়ারম্যানের অপসারণের আন্দোলনে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে।

    ইতোমধ্যে কাস্টমস ও আয়কর বিভাগের কয়েকজনকে বাধ্যতামূলক অবসর, সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সাথে দুদকের অনুসন্ধান চলছে বেশ কয়েকজনের বিরুদ্ধে। এরই মধ্যে ১১ কমিশনারকে বদলী করা হয়েছে। এ নিয়ে আতঙ্ক এখনো কাটেনি।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…