এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    পোল্যান্ডের সীমান্তে কড়াকড়ি, তল্লাশির মুখে লাখো অভিবাসী

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০৯:২০ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০৯:২০ এএম

    পোল্যান্ডের সীমান্তে কড়াকড়ি, তল্লাশির মুখে লাখো অভিবাসী

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০৯:২০ এএম

    জার্মানির সঙ্গে থাকা সীমান্তে পুলিশি তল্লাশি শুরু করার প্রথম সপ্তাহে অন্তত ২৪ জন অভিবাসীকে পোল্যান্ডে ঢুকতে বাধা দিয়েছে দেশটির সীমান্তরক্ষীরা। পোলিশ সংবাদ সংস্থা পিএপি এ তথ্য জানিয়েছে।

    পোলিশ সীমান্তরক্ষী বাহিনীর মুখপাত্র কনরাড সুয়েপ বলেছেন, গত ৭ থেকে ১৩ জুলাই পর্যন্ত জার্মান-পোলিশ সীমান্তে ৬৭ হাজার মানুষ এবং ২৮ হাজার ৫০০ টিরও বেশি গাড়ি তল্লাশি করা হয়েছে। দেশটির মধ্য বামধারার সরকার রাজনৈতিক চাপের মুখে গত ৭ জুলাই থেকে অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রতিবেশী জার্মানি এবং লিথুয়ানিয়ার সঙ্গে থাকা সীমান্তে পুলিশি তল্লাশি শুরু করে।

    পোল্যান্ডের এই পদক্ষেপকে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া জার্মানির সীমান্ত নিয়ন্ত্রণের প্রতিক্রিয়া হিসাবেও দেখা হচ্ছে। পোলিশ সীমান্তরক্ষী বাহিনীর মুখপাত্র কনরাড সুয়েপ আরো জানিয়েছেন, প্রথম সপ্তাহে লিথুয়ানিয়ার সঙ্গে থাকা সীমান্তে অন্তত ৪০ হাজার মানুষ এবং ১৯ হাজার পাঁচশটি গাড়ি তল্লাশি করা হয়েছে।

    এই সময়ের মধ্যে ১৫ জন অভিবাসীকে পোল্যান্ডে ঢুকতে বাধা দেয়া হয়েছে। এছাড়া লিথুয়ানিয়ার সঙ্গে থাকা প্রত্যাবাসন চুক্তির আওতায় ১৯ অভিবাসীকে দেশটিতে ফেরত পাঠানো হয়েছে।

    সীামন্ত তল্লাশির শুরু করার পর থেকে এ পর্যন্ত আট সন্দেহভাজন মানবপাচারকারীকে আটক করেছে পোলিশ কর্তৃপক্ষ। জার্মানি এবং লিথুয়ানিয়ার সঙ্গে মোট ৬৫টি সীমান্ত ক্রসিংয় রয়েছে পোল্যান্ডের। এগুলোর মধ্যে ১৬টিতে এখন স্থায়ী সীমান্ত তল্লাশির ব্যবস্থা রয়েছে। অন্য সীমান্তগুলোতে আংশিক নিয়ন্ত্রণ জারি রয়েছে।

    পোল্যান্ডের সীমান্ত নিয়ন্ত্রণের কারণে লিথুয়ানিয়ায় এখনও বড় কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। লিথুয়ানিয়ান সীমান্তরক্ষী বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, ‘‘পোল্যান্ডের সীমান্ত নিয়ন্ত্রণের কারণে ভ্রমণকারীদের কোনো সমস্যা হয়নি।’’

    কিন্তু উল্টো চিত্র জার্মান-পোলিশ সীমান্তে। জার্মান কর্তৃপক্ষ বলছে দীর্ঘ যানজটের কথা। গ্রীষ্মের ছুটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ এই মাসের শেষ দিকে সীমান্তে যানজট পরিস্থিতি আরো তীব্র হবে শঙ্কা করছে জার্মানি। ইনফোমাইগ্রেন্টস।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…