জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বাংলা নতুন বছরকে বরণ করে নিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা। নতুন বছরকে বরণ করতে সারাদিনব্যাপী শিক্ষার্থীদের জন্য নানা আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আয়োজনের অংশ হিসেবে সোমবার (১৪ এপ্রিল) সকাল দশটায় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামুল্যা, উপ-উপাচার্য অধ্যাপক ড. শফিকুল ইসলাম সিকদার, প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা, রেজিস্ট্রার অধ্যাপক ড. জাহাঙ্গীর কবির, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এমদাদুল হাসানসহ অন্যন্য শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেন। শোভাযাত্রাটি পুরো বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে টিএসসিতে এসে শেষ হয়।
পহেলা বৈশাখ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছে বৈশাখী মেলা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন এবং শিক্ষার্থীদের ব্যক্তিগত উদ্দ্যেগে এ মেলায় আছে খাবার, গয়না, ঘর সাজানোর সামগ্রীর বিভিন্ন স্টল। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফ্যাকাল্টির আয়োজনে শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে পান্তা উৎসব।
ক্যাম্পাসে জমকালোভাবে পহেলা বৈশাখের আয়োজন করা হয়েছে জানিয়ে আনিকা সানজিদা নামের এক শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসে পহেলা বৈশাখের জন্য নানারকম আয়োজন করা হয়েছে। পুরো ক্যাম্পাসে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। নিজ ক্যাম্পাসে এরকম আয়োজনে আসতে পেরে আমাদের অনেক ভালো লাগছে।
দীর্ঘদিন পর এরকম আয়োজন করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে আরেক শিক্ষার্থী আতকিয়া মাইশা বলেন, এর আগের বছরগুলোতে পহেলা বৈশাখের সময় ঈদের বন্ধ থাকায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে এরকম আয়োজনে অংশ নিতে পারেনি। এবারের আয়োজন অনেক জাঁকজমকপূর্ণ। এরকম আয়োজনে সহযোগিতা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই।
এছাড়াও পহেলা বৈশাখ উপলক্ষে হাবিপ্রবি ফিল্ম সোসাইটির পক্ষ থেকে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। হাবিপ্রবি ডিবেটিং সোসাইটির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে রম্য বিতর্ক প্রতিযোগিতা, বিকেলে থাকছে বাণিজ্য অনুষদের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, এরপর আয়োজিত হবে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন অর্ক সাংস্কৃতিক জোটের আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যা।
এআই