খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে শেখ শাহাদাত হোসেন নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে সোনাডাঙ্গা থানার সঙ্গীতা সিনেমা হলের নিচে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাত থেকে আটজন যুবক ধাওয়া করলে শাহাদাত আশ্রয় নেন একটি টায়ারের দোকানে। সেখানে তাকে গুলি ও কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেলে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শাহাদাত হোসেন চরমপন্থী দলের নেতা ছিলেন। ২০০২ সাল থেকে তিনি জেলে ছিলেন এবং আট থেকে নয় মাস আগে মুক্তি পেয়ে ভাঙারি ব্যবসা শুরু করেন। হত্যার কারণ অনুসন্ধান ও জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ।
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আজম খান গণমাধ্যমকে জানান, নিহত শাহাদাত চরমপন্থী সংগঠন ‘জনযুদ্ধ’-এর একজন নেতা ছিলেন। তাকে গুলি করার পাশাপাশি মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এফএস