জয়পুরহাটের আক্কেলপুরে একটি কলাবাগান থেকে বস্তায় মোড়ানো আগুনে পোড়া অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৫ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে উপজেলার তিলকপুর ইউনিয়নের কাদোয়া বটতলী এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহতের পরিচয় এখনও শনাক্ত হয়নি। তবে তার বয়স আনুমানিক ৩৫ বছর এবং তিনি নওগাঁ সদর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কলাবাগান ও পুকুর লিজ নিয়ে মাছ চাষ করতেন জেলার তিলকপুর ইউপির বিষ্ণুপুর গ্রামের বিকাশ দেবনাথ। প্রতিদিনের মতো তিনি রাতে মাছের খাবার দিতে গিয়ে কলাবাগানে আগুন জ্বলতে দেখেন। আগুনের কাছে গিয়ে তিনি দেখতে পান, একটি বস্তার ভেতরে পুড়ছে মানুষের দেহ। তাৎক্ষণিকভাবে তিনি স্থানীয়দের ডাকেন এবং পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে বস্তায় মোড়ানো পোড়া লাশ উদ্ধার করে।
আক্কেলপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম বলেন, 'লাশের মাথা ও শরীরের বেশিরভাগ অংশ আগুনে পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যা করে লাশটি এখানে এনে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।'
এআই