চট্টগ্রামের রাউজান উপজেলার নিজ বাড়ি থেকে পাখি আকতার (৫৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল ১১ টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের খলিফাবাড়ির মুহাম্মদ বাহাদুরের স্ত্রী। তাঁর দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে ওই নারী স্বামীসহ একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। আজ ভোর ৫ টার দিকে স্বামী মুহাম্মদ বাহাদুর ঘুম থেকে উঠে ঘরের আরেকটি কক্ষের আড়ায় পাখি আকতারের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে সকাল ১১ টার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
জানতে চাইলে নিহত নারীর স্বামী মুহাম্মদ বাহাদুর বলেন, তিনি ও তাঁর দুই ছেলে রিকশা চালান। তাঁদের পরিবারের খরচ চালাতে হিমশিম খেতে হয়। এ কারণে তাঁর স্ত্রী বেশ কয়েকটি ব্যাংক ও বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে মাসিক কিস্তিতে ঋণ নিয়েছেন। প্রতি মাসে তাঁদের ১৮ থেকে ২০ হাজার টাকার কিস্তি দিতে হয়। এসব নিয়ে প্রায়ই পরিবারে কলহ হতো। পাখি আকতার ঋণের চাপে আত্মহত্যা করেছেন বলে দাবি করেন তিনি।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ওই নারীর লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেবেন। প্রাথমিকভাবে তাঁরা জেনেছেন, ঋণের চাপ থেকে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন।
এনআই