এইমাত্র
  • আরও দুই নেতাকে সুখবর দিল বিএনপি
  • পুলিশকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ
  • আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর হচ্ছে ইউরোপ, না ছাড়লে হবে জেল
  • চীনের কাছে ভারতীয়দের নিশানা না করার আশ্বাস চায় ভারত
  • জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত
  • নাগরিকদের চীন ভ্রমণ নিয়ে সতর্কতা জারি ভারতের
  • বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং
  • ফেইসবুক পোস্টে কমেন্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫
  • জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফি বাংলাদেশের
  • আজ মঙ্গলবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    টয়লেটে মলমূত্রের পানি ভাসছে, পায়ে পায়ে জীবাণু ছাড়াচ্ছে!

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ৬ আগস্ট ২০২৫, ০৬:০১ পিএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ৬ আগস্ট ২০২৫, ০৬:০১ পিএম

    টয়লেটে মলমূত্রের পানি ভাসছে, পায়ে পায়ে জীবাণু ছাড়াচ্ছে!

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ৬ আগস্ট ২০২৫, ০৬:০১ পিএম

    যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে টয়লেটের নোংরা পানি ভাসছে। সেফটি ট্যাংক থেকে উপচে পড়া পানি থেকে এই অবস্থা সৃষ্টি হয়েছে। পায়ে পায়ে এই পানি হাসপাতালে ছড়িয়ে পরিবেশ নষ্ট হচ্ছে। আবার মলমূত্রের এই পানি থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। নাক-মুখ চেপে চলাচল করছেন রোগী ও স্বজনরা।

    এছাড়াও হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের টয়লেটে মলমূত্রের পানি ভাসছে। ফলে টয়লেট ব্যবহারকারীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। অনেকেই রোগ জীবাণু নিয়ে বাড়ি ফিরছেন।

    খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতালের টয়লেট ও বাথরুমগুলো অপরিচ্ছন্ন অবস্থায় থাকে। নিয়মিত পরিষ্কার করার নির্দেশনা থাকলেও পরিচ্ছন্নকর্মীরা অন্য কাজে ব্যস্ত থাকেন। দীর্ঘদিন পরিষ্কার না করার কারণে মল-মূত্রের পানি টয়লেটের মধ্যে ভেসে বেড়ায়। এছাড়া হাসপাতালের জরুরি বিভাগের সামনের কয়েকটি সেফটি ট্যাংক উপচে পড়ে মলমূত্রের পানি বের হচ্ছে। দীর্ঘদিন ধরে এই অবস্থা চলে আসলেও যেনো কারো মাথা ব্যথা নেই।

    সরেজমিনে দেখা গেছে, জরুরি বিভাগের সামনে এলাকায় মল-মূত্রের পানি ভাসছে। অনেকেই বাধ্য হয়ে ওই পানির ওপর দিয়ে চলাচল করছেন। পায়ে পায়ে মলমূত্রের পানি ছড়িয়ে পড়ছে গোটা হাসপাতালে। প্রচণ্ড দুর্গন্ধের কারণে নাক-মুখ চেপে যাতায়াত করছেন রোগী ও স্বজনরা।

    নাম প্রকাশ না করার শর্তে একজন জ্যেষ্ঠ সেবিকা জানান, জরুরি বিভাগের সামনে প্রায় মলমূত্রের পানি ভাসে। স্থায়ীভাবে এর সমাধান করা প্রয়োজন। কেননা হাসপাতালের প্রবেশমুখে যদি এই নোংরা পরিবেশ থাকে তাহলে রোগ জীবাণু সাথে নিয়ে বাড়ি ফিরতে হবে।

    ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুবিতপুর গ্রামের আনিকা জানান, তার মা মহিলা মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন। ওই ওয়ার্ডের টয়লেটের অবস্থা খুবই নাজুক। দুর্গন্ধে টেকা দায়। নিয়মিত পরিষ্কার না করায় নোংরা পানি ভেসে বেড়াচ্ছে।

    রোগীর স্বজন মামুন হোসেন জানান, হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা উচিত। হাসপাতালের জরুরি বিভাগের মতো গুরুত্বপূর্ণ জায়গার সামনে যদি মলমূত্রের পানি ভাসে তাহলে সেটা অবশ্যই দুঃখজনক। অবস্থা এমন হলে সুস্থতা দূরে থাক, রোগীর সাথে স্বজনরাও অসুস্থ হয়ে যাবে। হাসপাতালের পরিবেশ পরিষ্কার রাখতে কর্তৃপক্ষের কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।

    আরেক রোগীর স্বজন গোলাম রেজা জানান, তার রোগী মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন। রোববার সকালে নিচে এসে দেখেন জরুরি বিভাগের সামনে মলমূত্রের পানি ভাসছে। তা দিয়ে প্রচণ্ড দুর্গন্ধ বের হচ্ছে। সেফটিক ট্যাংকের গা বেয়ে পানি বের হচ্ছে। তিনি আরও বলেন, ওয়ার্ডের টয়লেটের পরিবেশও খুব নোংরা। সেখানেও মল-মূত্র ভাসে। এমন পরিবেশে মানুষ আরও অসুস্থ হয়ে পড়ছে।

    আউটডোরে চিকিৎসা নিতে আসা মানুষ হোসেন জানান, ১২২ ও ১২৩ নম্বর কক্ষের পাশে মলমূত্রের দুর্গন্ধে টেকা দায়। ফার্মেসির সামনে আরও বেশি গন্ধ। মুখ চেপে থাকতে হয়।

    হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জানান, মানুষের অসচেতনতার কারণে এমন অবস্থা তৈরি হচ্ছে। টয়লেটের মধ্যে প্যাড, মাংসের হাড়সহ নানা কিছু ফেলা হচ্ছে। যে কারণে বাথরুমের পানি আটকে গিয়ে ভেসে যাচ্ছে।

    এক প্রশ্নে তিনি আরও জানান, সেফটিক ট্যাংকের গোড়া দুর্বল হয়ে যাওয়ার কারণে হয়তো মলমূত্রের পানি বের হচ্ছে। জানার পরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেয়া হয়েছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…