কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে সীমানা প্রাচীরের পাশে অজ্ঞাত (৬৫) এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৬ আগস্ট) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম পাশের সীমানা প্রাচীর-সংলগ্ন অ্যাম্বুলেন্স গ্যারেজের পেছন থেকে লাশটি উদ্ধার করে মিরপুর থানা পুলিশ।
মিরপুর হাসপাতাল নার্সিং ইনচার্জ জেসমিন আক্তার সময়ের কণ্ঠস্বরকে বলেন, গত ২ আগস্ট অজ্ঞাত কিছু যুবক রাত অনুমান সাড়ে ৮টার দিকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মহিলাটিকে ভর্তি করে। এ সময় তার নাম পরিচয় জানা যায়নি। পরবর্তীতে মহিলাটির কাছ থেকে আমরা জানতে পেরেছি তার নাম শাহানা। এছাড়া তিনি আর কোনো কিছুই বলতে পারেননি। পরবর্তী দিন ৩ আগস্ট দুপুর ১২টার সময় মহিলাটিকে বেডে খুঁজে না পাওয়া গেলে আমরা মহিলাটিকে হাসপাতালের সামনে ড্রেনে খুঁজে পাই। তখনই আমাদের হাসপাতালের স্টাফরা মহিলাটিকে আবারো হাসপাতালে নিয়ে আসে। সেখানে আমরা তার খাবার ও চিকিৎসা চালিয়ে যাচ্ছিলাম। ৪ তারিখ সকাল থেকে মহিলাটিকে আমরা আর খুঁজে পাইনি।
মিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পীযূষ কুমার সময়ের কণ্ঠস্বরকে বলেন, বুধবার সকালে মিরপুর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসারের মাধ্যমে হাসপাতালের প্রাচীরের পাশে লাশের খবর পেয়ে তাৎক্ষণিক মিরপুর থানায় অবগত করি। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের সংবাদ পেয়ে আমরা আজ দুপুরে বৃদ্ধা মহিলার লাশটি উদ্ধার করি। ধারণা করা হচ্ছে এক থেকে দুই দিন আগে মহিলাটি মারা যেতে পারে। অতি বৃষ্টিতে হাসপাতালে জলাবদ্ধ পানির মধ্যে লাশটি থাকার কারণে তার শরীরের কিছু অংশ পচে গিয়েছে। ঘটনাটি নিয়ে মিরপুর থানা পুলিশ কাজ করছে। তবে এটুকুও জানা গিয়েছে, নিহত মহিলাটি কয়েকদিন আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আমরা লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছি।
এইচএ