পটুয়াখালীর কুয়াকাটা থেকে যাত্রীবাহী দুইটি বাস করে ঢাকা পাচারকালে বরিশালে অবস্থান নেওয়া যাত্রীবাহী বাস থেকে বিপুল পরিমাণ জাটকা উদ্ধার করা হয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাতে জাতীয় গোয়েন্দা সংস্থা ও মৎস্য বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
বরিশাল সদর উপজেলার জ্যেষ্ঠা মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন বলেন, ‘জাটকা সংরক্ষণ অভিযানের আওতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা বরিশাল নগরীর কাশিপুর বাজার এলাকায় অবস্থান নেন। রাত দুইটার দিকে কুয়াকাটা থেকে ঢাকাগামী দুইটি বাস থেকে ৪০০ কেজি পরিমাণ জাটকা উদ্ধার করা হয়।
পরে সমাজসেবা অধিপ্তরের ৬ টি প্রতিষ্ঠানের মধ্যে জাটকা বিতরণ করা হয়।
ইখা