এইমাত্র
  • কিছুটা ‍কমেছে সবজির দাম, চড়া তেল-পেঁয়াজ
  • মুক্ত হয় উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা
  • ঝিনাইদহে নসিমন চালককে কুপিয়ে হত্যা
  • দেশে তীব্র শৈত্যপ্রবাহের আভাস
  • যশোরে পোষা কুকুর-বিড়ালে আক্রান্ত বাড়ছে, টিকা সংকট
  • সব ঠিক থাকলে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে রোববার
  • নওগাঁয় মাদকসহ ১ জন গ্রেপ্তার
  • বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ-বিক্ষোভ-সড়ক অবরোধ
  • নোয়াখালী প্রেসক্লাবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
  • ঢাকার পথে ডা. জুবাইদা রহমান
  • আজ শুক্রবার, ২১ অগ্রহায়ণ, ১৪৩২ | ৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    নরসিংদীর রায়পুরায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে হত্যা

    নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ১২:৫৩ পিএম
    নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ১২:৫৩ পিএম

    নরসিংদীর রায়পুরায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে হত্যা

    নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ১২:৫৩ পিএম

    নরসিংদীর রায়পুরায় এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ীর ইউনিয়নের দিঘিলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে।

    নিহতের নাম প্রান্তুষ সরকার (৪২)। তিনি এ ইউনিয়নের দিগলিয়াকান্দি গ্রামের সাধন সরকারের ছেলে। তিনি বাঁশগাড়ী নতুন বাজারে জুয়েলারি (স্বর্ণ) ব্যবসা করতেন। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) প্রবীর কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

    নিহতের পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাতে প্রান্তুষ সরকার বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় দুইজন ব্যক্তি এসে তাকে বাইরে গিয়ে কিছু কথা বলার কথা বলে ডেকে নিয়ে যায়। পরে তারা প্রান্তুষকে বাড়ির পাশেই দিঘিলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে প্রান্তুষ মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে সেখান থেকে নরসিংদী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    নিহতের ভাবি হেনা রাণী সরকার বলেন, ‘রাতে দুইজন লোক এসে আমার দেবরকে ডেকে নিয়ে যায়। তাদের একজনের মুখ খোলা ছিল, অন্যজনের মুখ বাঁধা ছিল। কিছুক্ষণ পর আমিও দেবরের খুঁজে মাঠে যাই। সেখানে পৌঁছেই দেখি তারা প্রান্তুষকে পিস্তল ঠেকিয়ে গুলি করে দৌড়ে পালিয়ে যাচ্ছে। আমাদের কোনো শত্রু নেই। যারা ডেকে নিয়ে গেছে তাদেরও চিনি না। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও দোষীদের দ্রুত গ্রেপ্তার চাই।’

    স্থানীয় জনসাধারণ আক্ষেপ করে বলেন, ‘গ্রামটি বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে। দিন দিন সন্ত্রাসী আর আগ্নেয়াস্ত্রের অভয়ারণ্যে পরিণত হচ্ছে বাঁশগাড়ী। হত্যা, মাদক, চাদাবাজীর কারনে সাধারণ মানুষের নিরাপত্তা নেই বললেই চলে। কিছুদিন পর পরই এখানে গুলাগুলি হয়, মানুষ মরে। আর মাদক এখন উঠতি বয়সের হাতে হাতে। গত কয়েক বছরে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন একাধিক। একটি পুলিশ ফাঁড়ি থাকলেও জনসাধারণের নিরাপত্তা দিতে ওরা পুরোপুরি ব্যার্থ। পরিপূর্ণ একটি স্থায়ী থানা হলে যদি অবস্থার পরিবর্তন হয়।’

    রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, ‘তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে, এমনটাই জানিয়েছেন নিহতের স্বজনরা। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। নিহতের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় প্রাথমিক অভিযোগটি আমলে নিয়ে পুলিশ অপরাধীদের ধরতে কাজ করছে।’

    নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, ‘কে বা কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্তের পর প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে।’

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…