দিনাজপুরের বিরামপুরে এনজিওকর্মীকে ধর্ষণ ও স্বর্ণালংকার-টাকা চুরির অভিযোগে দায়ের করা মামলায় মো. মাসুম রেজা মুকুল (সহকারী শিক্ষক, বিজুল দারুল হুদা কামিল মাদ্রাসা)–কে গ্রেফতার করেছে র্যাব-১৩।
র্যাব জানায়, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত দেড়টার দিকে রংপুরের পীরগাছা উপজেলার নূর পাঠানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ভিকটিম একটি এনজিওতে চাকরির সুবাদে প্রায় তিন বছর আসামির বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে আসামি ভিকটিমকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। ভিকটিম রাজি না হওয়ায় গত ২৬ জুন রাত ১১টার দিকে প্রতারণার মাধ্যমে তার কক্ষে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করা হয়।
এ সময় ভিকটিমের আলমারি থেকে দুই ভরি স্বর্ণালংকার ও ১ লাখ ৩৮ হাজার টাকা নেওয়ার অভিযোগও করেছেন ভিকটিম।
ঘটনার পর ভিকটিম আদালতে নালিশী এজাহার দাখিল করলে আদালতের নির্দেশে ২৪ নভেম্বর বিরামপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধন ২০২৫) এর ৯(১) ও দণ্ডবিধির ৩৮০ ধারায় মামলা (নং–১৭, জিআর–৩১১/২৫) রেকর্ড করা হয়। মামলা রুজুর পর থেকেই আসামি পলাতক ছিলেন বলে র্যাব জানায়।
র্যাব-১৩ জানায়, অপহরণ, হত্যা ও ধর্ষণসহ গুরুতর অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এনআই