বাংলাদেশের নাটকপ্রেমীদের কাছে খুবই পরিচিত এক নাম জিয়াউল হক পলাশ। জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্টের’ কল্যাণে যিনি কাবিলা নামে সর্বত্র পরিচিতি। ধারাবাহিকে তিনি নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলে সব মহলেই প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেতা।
এদিকে বিপিএলের আসন্ন দ্বাদশ আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। এরই মধ্যে নিলাম থেকে এবং সরাসরি চুক্তির মাধ্যমে বিশ্ব ক্রিকেটের বেশ কয়েকজন নামি-দামি ক্রিকেটারকে দলে ভিড়িয়ে আলোচনায় উঠে এসেছে দলটি।
এবার ব্র্যান্ড অ্যাম্বাসেডরও নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ব্যাচেলর পয়েন্টের নোয়াখালীর ছেলে খ্যাত কাবিলাকে (জিয়াউল হক পলাশ) নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে তারা।
গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। পোস্টে লিখেছে, ‘ওরে রোকেয়ারে তুই কোনাই? আইতো নোয়াখালী এক্সপ্রেসে করি বিপিএলে চলি আইছি!’
এর আগে, নিলাম থেকে স্থানীয় ও বিদেশি ক্রিকেটার নিয়ে দল গঠন করেছে নোয়াখালী এক্সপ্রেস। দলটিতে আগেই সরাসরি চুক্তিতে যুক্ত হয়েছে, হাসান মাহমুদ, সৌম্য সরকার, জনসন চার্লস, কুশল মেন্ডিস। এছাড়া নিলামের পর আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীকেও দলে নিয়েছে তারা।
অন্যদিকে নিলাম থেকে নিয়েছে, জাকের আলী (৩৫ লাখ), মাহিদুল ইসলাম (৩৫ লাখ), হাবিবুর রহমান (৫০ লাখ), নাজমুল ইসলাম (১৮ লাখ), আবু হাশিম (১৮ লাখ), মুশফিক হাসান (১৮ লাখ), শাহাদাত হোসেন (১৮ লাখ), রেজাউর রহমান (১৮ লাখ), মেহেদী হাসান (১৪ লাখ), সৈকত আলী (১৪ লাখ), সাব্বির হোসেন (১৪ লাখ), ইহসানউল্লাহ (২৮ হাজার ডলার), হায়দার আলী (২৫ হাজার ডলার)।
আরডি