এইমাত্র
  • আরও দুই নেতাকে সুখবর দিল বিএনপি
  • পুলিশকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ
  • আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর হচ্ছে ইউরোপ, না ছাড়লে হবে জেল
  • চীনের কাছে ভারতীয়দের নিশানা না করার আশ্বাস চায় ভারত
  • জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত
  • নাগরিকদের চীন ভ্রমণ নিয়ে সতর্কতা জারি ভারতের
  • বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং
  • ফেইসবুক পোস্টে কমেন্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫
  • জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফি বাংলাদেশের
  • আজ মঙ্গলবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    দুই মাস ধরে বেতনহীন লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ পিএম
    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ পিএম

    দুই মাস ধরে বেতনহীন লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ পিএম

    গেল দুই মাস ধরে বন্ধ হয়ে আছে ভোলার লালমোহনের ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা। এতে অর্থ সংকটে পরে চরম দুর্দশায় দিন পার করছেন ওই স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা।

    জানা গেছে, গেল ২৯ সেপ্টেম্বর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) বদলী হয়ে যায়। এরপর ওই পদে একজনকে ভারপ্রাপ্ত কর্মকর্তা করে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু ভারপ্রাপ্ত ওই কর্মকর্তাকে ডিডিওশিপ না দেওয়ায় কর্মরতদের বেতন-ভাতার ফাইল হস্তান্তরে স্বাক্ষর করতে পারছেন না তিনি। এতে গেল দুই মাস ধরে বেতন-ভাতা তুলতে পারছেন না কর্তব্যরত কর্মকর্তা এবং কর্মচারীরা। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন তারা।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ১৩০ জন কর্মকর্তা- কর্মচারী কর্মরত আছেন। এরমধ্যে প্রথম শ্রেণির ১২ জন ও দ্বিতীয় শ্রেণির ৩২ জন কর্মকর্তা এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির ৮৬ জন কর্মচারী। তারা গত অক্টোবর ও নভেম্বর মাসের কোনো ধরনের বেতন-ভাতা তুলতে পারেননি। এতে করে কর্মকর্তা-কর্মচারীরা চরম অর্থ সঙ্কটে ভুগছেন।

    স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত কয়েকজন সেবিকারা জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার (ইউএইচএফপিও) বদলির পর থেকে গত দুই মাস ধরে আমাদের সবার বেতন-ভাতা বন্ধ রয়েছে। এতে করে আমরা চরম দুর্ভোগে পড়েছি। পরিবারের সদস্যদের নিয়ে সংসার চালাতে এখন ধারদেনা করতে হচ্ছে। কবেই বা এর সমাধান হবে তাও বলা যাচ্ছে না। দ্রুত সময়ের মধ্যে নতুন ভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) পদায়ণ করে এ সমস্যা দূর করার দাবী জানান তারা।

    এ ব্যাপারে লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. মহসীন খান জানান, আমি বর্তমানে ভারপ্রাপ্ত হিসেবে রয়েছি। তবে আমাকে ডিডিওশিপ না দেওয়ায় কর্মকর্তা-কর্মচারীরা তাদের বেতন-ভাতা তুলতে পারছেন না। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করছি এ সমস্যা সমাধানে ঊর্ধ্বতনরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

    এ বিষয়ে ভোলা সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম সময়ের কন্ঠস্বরকে বলেন, লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) বদলী হওয়ার পর নতুন করে একজনকে পদায়ন করা হয়। কিন্তু তিনি যোগদান করেননি। এই কারণে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা আটকিয়ে আছে।

    তিনি আরও বলেন, 'বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। খুব দ্রুত সেখানে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচফিও) পদায়ণ করবে। এবং চলমান সমস্যার সমাধান হবে।'

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…