এইমাত্র
  • বরিশালে শীতের পোশাকের দোকানে উপচেপড়া ভিড়
  • চুয়াডাঙ্গায় ১৪ ভারতীয় নাগরিককে পুশইন
  • অবাধ ও সুষ্ঠ নির্বাচনে সরকার কঠোর অবস্থানে রয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা
  • নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
  • চকরিয়ায় যানজটের ভোগান্তি
  • শার্শায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সরিষা আবাদ, ভালো ফলনের আশা
  • আলফাডাঙ্গায় বিএনপি নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২
  • সিরাজগঞ্জে ৫টি আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা
  • চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক লতিফ
  • চট্টগ্রাম-৪ আসনে বাদ পড়লেন ঘোষিত প্রার্থী, চূড়ান্ত লায়ন আসলাম
  • আজ শনিবার, ১৩ পৌষ, ১৪৩২ | ২৭ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    আনোয়ারায় দুই মন্দিরে চুরি, এক দিন পর থানায় জিডি

    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৪১ পিএম
    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৪১ পিএম

    আনোয়ারায় দুই মন্দিরে চুরি, এক দিন পর থানায় জিডি

    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৪১ পিএম

    চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দুটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার হাইলধর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

    শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মন্দির কমিটির পক্ষ থেকে আনোয়ারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

    মন্দির কমিটির পক্ষ থেকে সুশান্ত শীল (৪৮) দুপুরে আনোয়ারা থানায় এই সাধারণ ডায়েরি করেন। জিডিতে বলা হয়, দুর্বৃত্তরা দুটি মন্দিরের মোট পাঁচটি তালা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রায় এক লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার ও বিভিন্ন পূজার সামগ্রী চুরি করে নিয়ে যায়।

    শীতলা মন্দির থেকে চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে স্বর্ণের হার, শঙ্খ, ডালা, পূজার পাত্র, লোটা ও অন্যান্য নিত্যপূজার সামগ্রী। শিব মন্দির থেকে চুরি করা হয়েছে শিবের সর্প অলংকার, নন্দি মূর্তি, তামার ত্রিশূল ও ধাতব ঘণ্টাসহ বিভিন্ন সামগ্রী। স্থানীয়রা জানান, শুক্রবার ভোরে প্রাতঃদর্শনে গিয়ে তারা মন্দিরের দরজা খোলা ও ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি মন্দির কমিটিকে জানানো হয়।

    মন্দির কমিটির পক্ষে সুশান্ত শীল বলেন, “কয়েক বছর আগেও একবার এই মন্দিরে চুরি হয়েছিল। আবারও চুরির ঘটনা ঘটেছে। এরকম ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, তার জন্যই থানায় জিডি করেছি।”

    এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মজনু মিয়া সময়ের কণ্ঠস্বরকে বলেন, “বিষয়টি নিয়ে অনলাইনে একটি জিডি করা হয়েছে। খোঁজ নিয়ে বিষয়টি খতিয়ে দেখছি।”

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…