ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে দেশব্যাপী প্রচারণায় নেমেছে বিশেষ বিশেষায়িত যান ‘সুপার ক্যারাভান’।
এই প্রচারণার অংশ হিসেবে রবিবার (২৮ ডিসেম্বর) মুন্সিগঞ্জ শহরের পুরাতন কাচারী এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সকাল থেকে আড়াই ঘন্টা ব্যাপী অবস্থান করে ‘ভোটের গাড়ি’। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো.মেনহাজুল আলমসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এসময় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, ক্যারাভান থেকে আগামী সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের ওপর প্রস্তাবিত গণভোটের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও এর তাৎপর্য জনসাধারণের সামনে তুলে ধরা হয়। আধুনিক প্রযুক্তি ও তথ্য সংবলিত এই ক্যারাভানটি নাগরিকদের ভোটাধিকার এবং রাষ্ট্রীয় সংস্কারের বিষয়ে সচেতন করতে সারাদেশে পরিভ্রমণ করছে।
এদিকে, মুন্সিগঞ্জ সদরের এই বিশেষ প্রচারণা কার্যক্রমে অংশগ্রহণ করতে এবং নির্বাচন ও গণভোট সংক্রান্ত বিভিন্ন তথ্য সশরীরে জানার জন্য বিভিন্ন শ্রেণী পেশার দুই শতাধিক মানুষ উপস্থিত হন।
এসআর