মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে জেলার ভাঙ্গাব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যমুনা লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস বরিশালের উদ্দেশে যাচ্ছিল। ভাঙ্গাব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাকুরা পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সাকুরা পরিবহনের বাসটি ক্ষতিগ্রস্ত না হলেও যমুনা লাইন পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনায় বাসটির অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে মস্তফাপুর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনায় আহত তিন সন্তানসহ বরিশালগামী যাত্রী রাবেয়া বেগম বলেন, বাসের চালক ও হেলপার নিজেদের মধ্যে গল্প করছিলেন আর বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন। হঠাৎ করেই দুর্ঘটনাটি ঘটে। গাছে ধাক্কা না লাগলে বাসটি পাশের খাদে পড়ে উল্টে যেতে পারত। সেখানে পানি ছিল তাহলে বড় দুর্ঘটনা ঘটত। আল্লাহর রহমতে আমার বাচ্চাদের কিছু হয়নি, তবে আমার মাথায় আঘাত লেগেছে।
এ বিষয়ে মস্তফাপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক মামুন আল রশীদ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা যমুনা লাইন পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। কয়েকজন যাত্রী আহত হলেও এ ঘটনায় কেউ নিহত হয়নি।
পিএম