গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও ২৪ রাউন্ড গুলিসহ মোসলেম উদ্দিন মিয়া ওরফে ‘মিয়া কসাই’ (৪০) নামে এক চিহ্নিত অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ১০টার দিকে গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর পূর্বপাড়া এলাকার বগারটেক চায়না ফ্যাক্টরি গলির একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ খাইলকুর এলাকার জনৈক তাহেরের বাড়িতে অভিযান চালায়। পরে ওই বাড়ির ভাড়াটিয়া মোসলেম উদ্দিনের কক্ষে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে, একটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, একটি ৯ এমএম বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন এবং ২৪ রাউন্ড তাজা গুলি।
গ্রেপ্তারকৃত মোসলেম উদ্দিন মিয়া ঢাকা মহানগরীর হাতিরঝিল থানার মগবাজার নয়াটোলা এলাকার বাসিন্দা। তিনি মৃত জালাল মিয়ার ছেলে। পুলিশ জানায়, এলাকায় তিনি ‘মিয়া কসাই’ নামে পরিচিত এবং তার বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ২০১৮ সালে হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি এবং শাহজাহানপুর থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে একটি মামলা রয়েছে।
এ ঘটনায় গাছা থানায় পুলিশ বাদী হয়ে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-এ ধারায় একটি মামলা দায়ের করেছে (মামলা নং-৩২, তারিখ ৩০ ডিসেম্বর ২০২৫)।
গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
এসআর