এইমাত্র
  • খালেদা জিয়ার দাফন হবে রাষ্ট্রীয় মর্যাদায়, জানাজায় নেওয়া যাবে না ব্যাগ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা ইংল্যান্ডের
  • খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
  • বিপিএলের স্থগিত হওয়া দুই ম্যাচের নতুন সূচি প্রকাশ
  • খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া
  • পানিসংকট ও খাল দখলে বিপর্যস্ত বাগেরহাট–রামপালের কৃষি‎
  • জকসু নির্বাচন ৬ জানুয়ারি
  • খালেদা জিয়ার মৃত্যুতে সাকিবের পোস্ট
  • টানা তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নিকলীতে
  • ব্যাংক ঋণের আদলে ক্ষুদ্রঋণেও চালু হচ্ছে এমএফ-সিআইবি সিস্টেম
  • আজ মঙ্গলবার, ১৬ পৌষ, ১৪৩২ | ৩০ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    চকরিয়ায় যুবককে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ

    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৩ পিএম
    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৩ পিএম

    চকরিয়ায় যুবককে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ

    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৩ পিএম

    কক্সবাজারের চকরিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে সাইফুল ইসলাম (৩৩) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে।

    মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ৩টার সময় চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজ কাকারা এলাকায় এ ঘটনা ঘটে। তবে তিনি চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রাজধানী পাড়ায় বসবাস করতেন।

    নিহত সাইফুল ইসলাম কাকারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজ কাকারা এলাকার শাহ আলমের ছেলে। এছাড়াও তিনি চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

    পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে তাকে গ্রেফতারের জন্য বাড়িতে পুলিশ যায়। এ সময় বাড়িতে তল্লাশি করেও তাকে না পেয়ে পুলিশ চলে যায়। এর কয়েক মিনিট পরই হেলমেট পরিহিত একদল সশস্ত্র সন্ত্রাসী সাইফুল ইসলামকে ধাওয়া দিয়ে ধরে পাশের বিলের মাঝে নিয়ে যায়। সেখানে তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়।

    নিহত সাইফুল ইসলামের স্ত্রী রিনা আক্তার অভিযোগ করেন, তাদের বাড়ির কাছের বাসিন্দা নুরুল ইসলামের সঙ্গে জায়গা নিয়ে বিরোধের জের ধরে কয়েকদিন আগে প্রতিপক্ষ আমজাদ হোসেনের সংঘর্ষ হয়। এ ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন তার স্বামী সাইফুল ইসলাম। পরে নুরুল ইসলাম এক লাখ টাকার লোভ দেখিয়ে তার পক্ষে সাক্ষী দিতে বললেও রাজি হননি সাইফুল। মামলার সাক্ষী না হওয়ায় উপরন্তু জায়গার বিরোধ নিয়ে সংঘর্ষের ঘটনায় থানায় দায়ের করা মামলায় সাইফুল ইসলামকে চার নম্বর আসামি করা হয়। সেই মামলার আসামি সাইফুলকে ধরতে সোমবার দিবাগত রাতে পুলিশ আসে বাড়িতে। এ সময় বাড়িতে না থাকায় তাকে ধরতে পারেনি পুলিশ।

    পরে পুলিশ চলে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই ১০-১২ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী মাথায় হেলমেট পরে বাড়িতে ঢুকে পড়ে। এ সময় বাড়ির পেছন থেকে ধাওয়া দিয়ে তার স্বামী সাইফুলকে পাশের বিলে নিয়ে যায়। সেখানে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে যায় সন্ত্রাসীরা।

    পশ্চিম মাইজ কাকারা গ্রামের একাধিক বাসিন্দা অভিযোগ করে জানান, পুলিশ চলে যাওয়ার পর সশস্ত্র সন্ত্রাসীরা হেলমেট পরে সাইফুলকে ধরতে এসে আশপাশের বেশ কয়েকটি বাড়িতেও ঢুকে তল্লাশি চালায়। এ সময় কয়েকটি বাড়ি থেকে দামি মালামালও লুট করে নিয়ে যায়। এই ঘটনায় রাতভর আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

    চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, সাইফুল ইসলাম একটা মামলার আসামি। সে হিসেবে মঙ্গলবার রাতে সাইফুল ইসলামকে গ্রেফতারের জন্য বাড়িতে পুলিশ যায়। কিন্তু তাকে বাড়িতে না পেয়ে পুলিশ চলে আসে। এর পর কী ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

    তিনি আরো বলেন, খবর পেয়ে মঙ্গলবার ভোরে সাইফুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…