স্থগিত হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে এক জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, 'বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি, শিক্ষার্থীদের দাবি এবং প্রশাসনিক বাস্তবতা বিবেচনা করে বিশেষ সিন্ডিকেট সভায় আগামী ৬ জানুয়ারি জকসু ও হল সংসদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে।'
এর আগে, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ইন্তেকালের কারণে মঙ্গলবার সকাল ৯টায় অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় জকসু নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসজুড়ে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ ওঠে। কেউ নির্বাচন স্থগিতকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন, আবার কেউ প্রশাসনিক সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একাধিক দফা আলোচনা শেষে বিশেষ সিন্ডিকেট সভার মাধ্যমে নতুন তারিখ নির্ধারণ করে।
এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই নির্বাচনের সংশোধিত সময়সূচি, ভোটগ্রহণের বিস্তারিত নির্দেশনা এবং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
ইখা