কুমিল্লার মেঘনা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ আলোচিত মাদক কারবারি মো. আব্দুল মান্নানকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার হরিপুর ফরাজিকান্দি গ্রামের মৃত সফর আলীর ছেলে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৮টার দিকে ভাওরখোলা ইউনিয়নের ৮০ মিটার ব্রিজ এলাকা থেকে প্রায় ১০০ গজ দক্ষিণে, উপজেলা থেকে ভাটেরচরগামী পাকা সড়ক ও ভাওরখোলাগামী পাকা সড়কের সংযোগস্থলে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নবাগত অফিসার ইনচার্জ শহীদুল ইসলামের নির্দেশনায় এসআই (নিঃ) মো. মকবুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে চালানো ওই অভিযানে পাকা রাস্তার ওপর থেকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ এক লাখ পাঁচ হাজার আটশত টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে মেঘনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম সময়ের কণ্ঠস্বরকে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের ঘটনায় এএসআই মো. রাসেল মিয়া বাদী হয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তারকৃত আব্দুল মান্নানের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এফএস