কুড়িগ্রামের উলিপুরে অনুমতি ছাড়া অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের মাটি কাটার দায়ে পৃথক অভিযানে ভ্রাম্যমাণ আদালত দুইজনকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।
দণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার গুনাইগাছ ইউনিয়নে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ধরণীবাড়ী ইউনিয়নের রুপার খামার এলাকার লানজু সরকার। তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক)(গ) ধারা লঙ্ঘনের দায়ে উক্ত আইনের ১৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, তবকপুর ইউনিয়নের আব্দুল মান্নাফকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৫ম তফসিলে বর্ণিত ১১ ধারা লঙ্ঘনের দায়ে উক্ত আইনের ৮৯ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাদেরকে দুই মামলায় মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, “অবৈধভাবে মাটি কাটা ও বিভিন্ন আইন লঙ্ঘনের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
এনআই