এইমাত্র
  • খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা মুক্তি পাবেন না: নজরুল ইসলাম খান
  • ইরানে অর্থনৈতিক স্থবিরতা নিয়ে বিক্ষোভ, সরকারি ভবনে হামলা
  • জার্মানিতে ব্যাংকের ভল্ট থেকে এক কোটি ইউরো নিয়ে পালালো চোর
  • ভারতে লাইনের পানি পানে মৃত ৫, অসুস্থ হাজারের বেশি
  • ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা
  • জাতীয় সরকার গঠনের ইঙ্গিত জামায়াতের
  • নির্বাচনের আগে অনুষ্ঠিত হচ্ছে না ইজতেমা
  • ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ
  • ৭ বছর কোমায় থাকার পর না ফেরার দেশে শ্রীলঙ্কান ক্রিকেটার
  • রাষ্ট্রীয় নির্দেশনা অমান্য করে সীতাকুণ্ডে কারখানা চালু রাখার অভিযোগ
  • আজ বুধবার, ১৭ পৌষ, ১৪৩২ | ৩১ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    'কনকনে শীতে সড়কের পাশে ফেলে যাওয়া দুই শিশু: মা-বাবার বিরুদ্ধে মামলা'

    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৬ পিএম
    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৬ পিএম

    'কনকনে শীতে সড়কের পাশে ফেলে যাওয়া দুই শিশু: মা-বাবার বিরুদ্ধে মামলা'

    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৬ পিএম

    চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কনকনে শীতের মধ্যে সড়কের পাশে দুই শিশুকে ফেলে যাওয়ার ঘটনায় তাদের মা–বাবার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। অরক্ষিত অবস্থায় পরিত্যাগ ও নির্যাতনের অভিযোগে এ মামলা দায়ের করেন আনোয়ারা থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) মোমেন কান্তি দে।

    বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।

    পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার (২৮ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে এক ব্যক্তি জানান, আনোয়ারা উপজেলার ৬ নম্বর বারখাইন ইউনিয়নের মনু মিয়ার দীঘির উত্তর-পূর্ব কোণে শোলকাটা থেকে বটতলী সড়কের পাশে প্রচণ্ড শীতের মধ্যে দুটি শিশু কাঁপতে কাঁপতে বসে আছে।

    খবর পেয়ে রাত পৌনে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, শিশু দুটিকে স্থানীয় বাসিন্দা ও সিএনজি চালক মহিন উদ্দিন নিজ হেফাজতে রেখেছেন। পরে পুলিশ তাকে সঙ্গে নিয়ে তার বাড়িতে গিয়ে শিশু দুটিকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

    উদ্ধার হওয়া শিশু দুজন হলো—আয়েশা আক্তার (৪) ও মোরশেদ আলম (১ বছর ৪ মাস)। চিকিৎসকদের প্রাথমিক প্রতিবেদনে জানা যায়, ছোট শিশুটির শরীরে জন্মগত সমস্যা রয়েছে এবং বড় শিশুটির চর্মরোগ রয়েছে। এছাড়া শিশু মোরশেদের ঘাড়ের নিচে আঘাতের চিহ্নও দেখতে পায় পুলিশ।

    জিজ্ঞাসাবাদে শিশু আয়েশা জানায়, ঘটনার আগের দিন তার বাবা খোরশেদ আলম ও মা ঝিনুক আক্তারের মধ্যে পারিবারিক কলহ হয়। ঘটনার দিন সন্ধ্যার পর তার মা ‘ঘর থেকে ব্যাগ আনতে যাচ্ছি’ বলে দুই শিশুকে সড়কের পাশে নির্জন স্থানে বসিয়ে রেখে চলে যান এবং আর ফিরে আসেননি। শিশু মোরশেদের ঘাড়ের আঘাতের বিষয়ে জিজ্ঞাসাবাদে আয়েশা জানায়, তার মা গরম পানি ঢেলে ওই আঘাত সৃষ্টি করেছেন।

    ঘটনাটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয় এবং সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে শিশু দুটির চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়।

    এ ঘটনার অনুসন্ধানে পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে পার্শ্ববর্তী বাঁশখালী উপজেলা থেকে শিশুদের বাবা মো. খোরশেদ আলম (৩৫)-কে পুলিশি হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদে তিনি পারিবারিক বিরোধের কথা স্বীকার করেন।

    এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন,“শিশুগুলোর মা–বাবার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। বাবাকে গ্রেফতার করা হয়েছে এবং আগামীকাল দুপুরে আদালতে সোপর্দ করা হবে।”

    বর্তমানে উদ্ধার হওয়া দুই শিশু জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে নিরাপদ আশ্রয়ে রয়েছে। তাদের ভবিষ্যৎ কল্যাণে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…